রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগের দায় যেন গিয়ে পড়েছে হুয়ান লাপোর্তার ওপর। লাপোর্তা বার্সেলোনার সভাপতি থাকার সময়ই যে এমন ঘটনা ঘটেছে। লাপোর্তার পদত্যাগও দাবি করেছিলেন লা-লিগা প্রধান তেবাস। তেবাসকে পাল্টা জবাব দিলেন বার্সা সভাপতি।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। লাপোর্তার কাছে এই ১৬ কোটি টাকার হিসাব চেয়েছিলেন তেবাস। হিসাব দিতে না পারলে বার্সা সভাপতিকে পদত্যাগও করতে বলেছিলেন তেবাস। লা-লিগা প্রধানকে এবার লাপোর্তা বলেন, ‘এই সিদ্ধান্ত নেবে ক্লাবের সদস্যরা। যারা বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তাদের জবাব দেওয়া হবে। কেউ আমাকে সাবধান করেছিলেন যে তেবাস বার্সা ও আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছিলেন। এখন মুখোশ খুলে গেছে। দূর থেকে তিনি বার্সাকে নিয়ন্ত্রণ করতে চান। কয়েক বছর তিনি চেষ্টা করছেন।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এই ব্যাপারে অবশ্য বার্সেলোনা দলের তেমন কোনো দুঃশ্চিন্তা নেই। কাদিজের বিপক্ষে লা-লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি।’
রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগের দায় যেন গিয়ে পড়েছে হুয়ান লাপোর্তার ওপর। লাপোর্তা বার্সেলোনার সভাপতি থাকার সময়ই যে এমন ঘটনা ঘটেছে। লাপোর্তার পদত্যাগও দাবি করেছিলেন লা-লিগা প্রধান তেবাস। তেবাসকে পাল্টা জবাব দিলেন বার্সা সভাপতি।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। লাপোর্তার কাছে এই ১৬ কোটি টাকার হিসাব চেয়েছিলেন তেবাস। হিসাব দিতে না পারলে বার্সা সভাপতিকে পদত্যাগও করতে বলেছিলেন তেবাস। লা-লিগা প্রধানকে এবার লাপোর্তা বলেন, ‘এই সিদ্ধান্ত নেবে ক্লাবের সদস্যরা। যারা বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তাদের জবাব দেওয়া হবে। কেউ আমাকে সাবধান করেছিলেন যে তেবাস বার্সা ও আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছিলেন। এখন মুখোশ খুলে গেছে। দূর থেকে তিনি বার্সাকে নিয়ন্ত্রণ করতে চান। কয়েক বছর তিনি চেষ্টা করছেন।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এই ব্যাপারে অবশ্য বার্সেলোনা দলের তেমন কোনো দুঃশ্চিন্তা নেই। কাদিজের বিপক্ষে লা-লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি।’
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে