Ajker Patrika

‘বার্সা সব ধরনের শিরোপা জিততে পারে’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩৮
‘বার্সা সব ধরনের শিরোপা জিততে পারে’

মাঠের পারফরম্যান্সে এই বছরটা দুর্দান্ত কাটছে বার্সেলোনার। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে বার্সা। এই ধারাবাহিকতায় গতকাল লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কোচ জাভি হার্নান্দেজ মনে করেন, বার্সার সব ধরনের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। 

এ বছরই বার্সেলোনার কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জাভি। রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা। আর গতকাল সেভিয়ার বিপক্ষে জিতে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল কাতালানরা। তাতে আরও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস বেড়েছে জাভির। বার্সেলোনা কোচ বলেন, ‘সব ধরনের শিরোপা জয়ের সামর্থ্য আমাদের রয়েছে। আমাদের এটা মাঠে প্রমাণ করতে হবে।’ 

সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে লা লিগায় ২০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৩। বার্সার পরে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। যেখানে লস ব্লাঙ্কোসরা লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। জাভির মতে, বার্সা এখন বেশ সুবিধাজনক অবস্থায় আছে। বার্সা কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদ আট পয়েন্ট পেছনে আছে। এই ব্যবধানটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন বেশ সুবিধাজনক অবস্থানে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত