কথায় আছে, খারাপ সময় যখন আসে তখন চারদিক থেকেই আসে। রিয়াল মাদ্রিদকেও আজ পেয়ে বসেছিল খারাপ সময়। শক্তি ও ইতিহাসে মায়োর্কার চেয়ে যোজন এগিয়ে থেকেও ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
আত্মঘাতী গোলের সঙ্গে পেনাল্টি নষ্ট করার মাশুল দিতে হলো রিয়ালকে। লস ব্লাঙ্কোসদের সুযোগ ছিল লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। মায়োর্কার বিপক্ষে টানা চার জয়ের সুখস্মৃতি নিয়ে এস্তাদিও মায়োর্কা সন মইক্সে নেমেছিল আনচেলত্তির দল।
কিন্তু ১৩ মিনিটেই আত্মঘাতী গোল হজম করে রিয়াল মাঠ ছাড়ে একরাশ হতাশা নিয়ে। ভেদাত মারিকির হেড রুখতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন নাচো। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু পরের মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে ব্যর্থ হোন মার্কো আসানসিও। স্প্যানিশ মিডফিল্ডারের স্পট কিক রুখে দেন গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচ।
২০১৯ সালের পর রিয়ালের বিপক্ষে এই প্রথম জয় পেল মায়োর্কা। আর গত ১৪ ম্যাচের মধ্যে দ্বিতীয়। হারলেও আনচেলত্তির দল ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট এগিয়ে বার্সা।
সিরি ‘আ’য় জয়ের ধারা অব্যাহত রাখা নাপোলি স্পেজিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমেহন। ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে লুসিয়ানো স্পেলেত্তির দল। তালিকার দুইয়ে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে গেল নাপোলি।
কথায় আছে, খারাপ সময় যখন আসে তখন চারদিক থেকেই আসে। রিয়াল মাদ্রিদকেও আজ পেয়ে বসেছিল খারাপ সময়। শক্তি ও ইতিহাসে মায়োর্কার চেয়ে যোজন এগিয়ে থেকেও ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
আত্মঘাতী গোলের সঙ্গে পেনাল্টি নষ্ট করার মাশুল দিতে হলো রিয়ালকে। লস ব্লাঙ্কোসদের সুযোগ ছিল লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। মায়োর্কার বিপক্ষে টানা চার জয়ের সুখস্মৃতি নিয়ে এস্তাদিও মায়োর্কা সন মইক্সে নেমেছিল আনচেলত্তির দল।
কিন্তু ১৩ মিনিটেই আত্মঘাতী গোল হজম করে রিয়াল মাঠ ছাড়ে একরাশ হতাশা নিয়ে। ভেদাত মারিকির হেড রুখতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন নাচো। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু পরের মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে ব্যর্থ হোন মার্কো আসানসিও। স্প্যানিশ মিডফিল্ডারের স্পট কিক রুখে দেন গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচ।
২০১৯ সালের পর রিয়ালের বিপক্ষে এই প্রথম জয় পেল মায়োর্কা। আর গত ১৪ ম্যাচের মধ্যে দ্বিতীয়। হারলেও আনচেলত্তির দল ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট এগিয়ে বার্সা।
সিরি ‘আ’য় জয়ের ধারা অব্যাহত রাখা নাপোলি স্পেজিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমেহন। ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে লুসিয়ানো স্পেলেত্তির দল। তালিকার দুইয়ে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে গেল নাপোলি।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে