Ajker Patrika

টাকার নোট ছড়িয়ে বার্সাকে ভক্তদের খোঁচা 

টাকার নোট ছড়িয়ে বার্সাকে ভক্তদের খোঁচা 

রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে বার্সেলোনাকে নিয়ে আলাপ-আলোচনা চলছেই। যার প্রভাব পড়েছে মাঠেও। গতকাল সান মিমিজ স্টেডিয়ামে টাকার নোট ছড়ালেন ভক্তরা।

সান মিমিজে গতকাল লা লিগায় মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটে মাঠে ‘ভুয়া’ ব্যাংকনোট ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন বিলবাওয়ের সমর্থকেরা। ব্যাংকনোটে বার্সেলোনা ক্লাবের লোগো আঁকা ছিল এবং লেখা ছিল ‘মাফিয়া’। সামাজিকমাধ্যমে পরে তা ভাইরাল হয়ে যায়।

রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত মাসে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নেগ্রেইরার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।

শুধু তাই নয়, বার্সেলোনাকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যাপারে বার্সেলোনাকে নেগ্রেইরার সহায়তা করার প্রস্তাব দেওয়ার কথা জানা গিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর তথ্য অনুসারে ২০২০ সালে নেগ্রেইরা ভিএআর নিয়ে বলেছিলেন, ‘যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ তাছাড়া রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগে লাপোর্তা ও লা-লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত