ক্রীড়া ডেস্ক
রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’
রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
২ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৩ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৮ ঘণ্টা আগে