রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’
রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে