Ajker Patrika

ক্লাসিকোতে বিশেষ জার্সি পরে খেলবে বার্সেলোনা 

ক্লাসিকোতে বিশেষ জার্সি পরে খেলবে বার্সেলোনা 

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দল দুটি চলতি লা লিগায় এখনো পর্যন্ত অপরাজিত। অপরাজিত এই দুই দল রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে। ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবে কাতালানরা।

এবারের এল ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনার জার্সির সামনে থাকবে স্পটিফাইয়ের লোগো। কেননা বার্সার পৃষ্ঠপোষক স্পটিফাই। আর পিঠে লেখা থাকবে ‘ড্রেক ৫০ ’। স্পটিফাইয়ে কানাডিয়ান র‍্যাপার ড্রেক ৫০০০ কোটিবার শোনা হয়েছে। এটাকে উদ্‌যাপন করতে ‘ড্রেক ৫০’ জার্সি পরে মাঠে নামবে কাতালানরা। ইনস্টাগ্রামে ড্রেক বলেন, ‘সত্যিই এটা অবিশ্বাস্য মনে হচ্ছে।’

বার্সেলোনার মার্কেটিং সহসভাপতি জুলি গুইউ এটাকে সংগীত এবং ফুটবল-দুই জগতের মানুষকে একত্রিত করার সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘স্পটিফাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক বাণিজ্যিক। সংগীত এবং ফুটবল-দুই জগতের মানুষকে একত্রিত করতে এটা আমাদের কৌশলী পদক্ষেপ।’

চলতি মৌসুমে লা-লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুটো দলই ৮ ম্যাচ করে খেলেছে। দুটো দলেরই সমান ২২ পয়েন্ট এবং ফলাফলও একই-৭ জয়, ১ ড্র। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত