পায়ে হেঁটে চার মাসের চিল্লায় ৭ ‘পাগল’
গায়ে, মাথায় জড়ানো লাল কাপড়। একজনের হাতে একটি ঝান্ডা, সেটার মাথায় বাংলাদেশের পতাকা। একজন উদম শরীরে বসে হুইল চেয়ারে অপর একজন ঠেলছেন সেই চেয়ার। ৬ জন পুরুষের সঙ্গী একজন নারীও। গতকাল শনিবার নাটোরের লালপুরের গৌরীপুরের রাস্তায় দ্রুত চলতে দেখা যায় সাত জনের একটি দলকে। দলের সবার দাবি তাঁরা ‘পাগল’।