লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ রোববার নির্বাচন কমিশনার ও মিলের ব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, এই নির্বাচনে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে দুইজনসহ সম্পাদক পদে ২১ জন ও সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার ৯৯৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিবিএ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার শহীদুল ইসলাম, সিআইসি (রেডিও); গোলাম কাওছার, সিআইসি (ছাতা); নজরুল ইসলাম-১, ফার্নেস লেবার (ইক্ষু); শাহাজাহান আলী, ড্রাইভার (চেয়ার); সাজেদুল ইসলাম, সিইসি (মাছ); জাহাঙ্গীর আলম, করণিক (বটগাছ); আশরাফুজ্জামান, অপারেটর (উড়োজাহাজ) ও আব্দুল হাই, পাম্প ড্রাইভার (গরুর গাড়ি)।
সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চাঁদ মিয়া, মেসেঞ্জার (কলস) ও মঞ্জুর রহমান, চেকিং করণিক (দেয়ালঘড়ি)।
সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন, স্টোর কিপার (হরিণ) ও দেলোয়ার হোসেন, চেকিং করণিক (আম)।
সহসাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান, সিইসি (বাইসাইকেল) ও জাহাঙ্গীর আলম, ল্যাব সহকারী (আনারস)।
সাংগঠনিক সম্পাদক পদে আবু তালেব, ক্রিস্টালাইজার (টেবিল); মোজাম্মেল হক, বয়লার এসি (মই) ও মমিনুল ইসলাম, হাউস হেলপার (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন-২, ফায়ারম্যান (রিকশা) ও ওসমান গণি, সিআইসি (বাস)। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাকিমুর রশিদ, ক্রয় করণিক (চাকা) ও সেন্টু মিয়া, ফার্নেস লেবার (হাতি)। অর্থ সম্পাদক পদে আকরাম হোসেন, ক্রয় করণিক (টিউবওয়েল) ও শাহেদ আলম, চেকিং করণিক (মোমবাতি)।
এ ছাড়া সদস্য এলাকা-১ (কারখানা) পদে এমদাদুল হক, টারবাইন অপারেটর (কবুতর), আব্দুল হালিম, হাউজ ক্লিনার (মোরগ), মানিক মিয়া, ফায়ারম্যান (হাতপাখা), মাসুদ রানা, হেলপার (কাপ পিরিচ), জাকির হোসেন, বেল্টম্যান (হাতুড়ি), শফিকুল ইসলাম, ফিটার (কেটলি), শামসুল হুদা বাবু, অপারেটর (কলস) ও তাহমিনা খাতুন, ল্যাব সহকারী (বৈদ্যুতিক বাল্ব)। সদস্য এলাকা-২ (প্রশাসন ও হিসাব) পদে হযরত আলী, পিয়ন (হাঁস), গোলাম শাহ আলম, পোর্টার (ডাব) ও আবু নাঈম, ক্যাশিয়ার (বই)। সদস্য এলাকা-৩ (কৃষি) পদে আতিয়ার রহমান, ক্রয় করণিক (কবুতর), তৌহিদা খাতুন, এলডিএ (টর্চ লাইট), খন্দকার শফিকুল ইসলাম, ক্রয় করণিক (মোরগ), মনিরুল ইসলাম, গার্ড (ডাব) ও মীর মুকিত, স্কেলম্যান (চাঁদতারা)। সদস্য এলাকা-৪ (গ্যারেজ) পদে আ. মোতালেব, ড্রাইভার (হাতুড়ি), রেজাউল ইসলাম, ফোরম্যান (তালপাখা), জাহিদুল ইসলাম, হেলপার (ডাব), মোহাম্মদ আলী, ড্রাইভার (ট্রাক্টর) ও ইসলাম হোসেন, মেকানিক (কবুতর)।
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ রোববার নির্বাচন কমিশনার ও মিলের ব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, এই নির্বাচনে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে দুইজনসহ সম্পাদক পদে ২১ জন ও সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার ৯৯৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিবিএ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার শহীদুল ইসলাম, সিআইসি (রেডিও); গোলাম কাওছার, সিআইসি (ছাতা); নজরুল ইসলাম-১, ফার্নেস লেবার (ইক্ষু); শাহাজাহান আলী, ড্রাইভার (চেয়ার); সাজেদুল ইসলাম, সিইসি (মাছ); জাহাঙ্গীর আলম, করণিক (বটগাছ); আশরাফুজ্জামান, অপারেটর (উড়োজাহাজ) ও আব্দুল হাই, পাম্প ড্রাইভার (গরুর গাড়ি)।
সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চাঁদ মিয়া, মেসেঞ্জার (কলস) ও মঞ্জুর রহমান, চেকিং করণিক (দেয়ালঘড়ি)।
সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন, স্টোর কিপার (হরিণ) ও দেলোয়ার হোসেন, চেকিং করণিক (আম)।
সহসাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান, সিইসি (বাইসাইকেল) ও জাহাঙ্গীর আলম, ল্যাব সহকারী (আনারস)।
সাংগঠনিক সম্পাদক পদে আবু তালেব, ক্রিস্টালাইজার (টেবিল); মোজাম্মেল হক, বয়লার এসি (মই) ও মমিনুল ইসলাম, হাউস হেলপার (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন-২, ফায়ারম্যান (রিকশা) ও ওসমান গণি, সিআইসি (বাস)। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাকিমুর রশিদ, ক্রয় করণিক (চাকা) ও সেন্টু মিয়া, ফার্নেস লেবার (হাতি)। অর্থ সম্পাদক পদে আকরাম হোসেন, ক্রয় করণিক (টিউবওয়েল) ও শাহেদ আলম, চেকিং করণিক (মোমবাতি)।
এ ছাড়া সদস্য এলাকা-১ (কারখানা) পদে এমদাদুল হক, টারবাইন অপারেটর (কবুতর), আব্দুল হালিম, হাউজ ক্লিনার (মোরগ), মানিক মিয়া, ফায়ারম্যান (হাতপাখা), মাসুদ রানা, হেলপার (কাপ পিরিচ), জাকির হোসেন, বেল্টম্যান (হাতুড়ি), শফিকুল ইসলাম, ফিটার (কেটলি), শামসুল হুদা বাবু, অপারেটর (কলস) ও তাহমিনা খাতুন, ল্যাব সহকারী (বৈদ্যুতিক বাল্ব)। সদস্য এলাকা-২ (প্রশাসন ও হিসাব) পদে হযরত আলী, পিয়ন (হাঁস), গোলাম শাহ আলম, পোর্টার (ডাব) ও আবু নাঈম, ক্যাশিয়ার (বই)। সদস্য এলাকা-৩ (কৃষি) পদে আতিয়ার রহমান, ক্রয় করণিক (কবুতর), তৌহিদা খাতুন, এলডিএ (টর্চ লাইট), খন্দকার শফিকুল ইসলাম, ক্রয় করণিক (মোরগ), মনিরুল ইসলাম, গার্ড (ডাব) ও মীর মুকিত, স্কেলম্যান (চাঁদতারা)। সদস্য এলাকা-৪ (গ্যারেজ) পদে আ. মোতালেব, ড্রাইভার (হাতুড়ি), রেজাউল ইসলাম, ফোরম্যান (তালপাখা), জাহিদুল ইসলাম, হেলপার (ডাব), মোহাম্মদ আলী, ড্রাইভার (ট্রাক্টর) ও ইসলাম হোসেন, মেকানিক (কবুতর)।
বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, ‘গত বছর এক একর জমিতে পাট চাষ করেছিলাম। এ বছর চাষ করেছি ৭০ শতক জমিতে। কৃষি প্রণোদনা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পরামর্শ না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছি।’
৪০ মিনিট আগেরাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
২ ঘণ্টা আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
২ ঘণ্টা আগে