লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুই পা ও হাতের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে মো. জুয়েল আলী (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।
নিহত মো. জুয়েল আলী ওই গ্রামের মো. সাকেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা জুয়েল আলীকে ধরে নিয়ে যায়। পরে তারা জুয়েলের দুই পা ও হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাড়ির উত্তর পাশে গমখেতের পাশে ফেলে রেখে যায়। ভোরে তাঁর চাচাতো ভাই মো. লিখন আলী খেজুরগাছ থেকে রস নামাতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান জুয়েলকে। তাঁর চিৎকারে আত্মীয়স্বজন জুয়েলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ৮টায় তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ধারালো অস্ত্র দিয়ে দুই পা ও এক হাতে রগ কেটে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় জুয়েলকে। অতিরিক্ত রক্তক্ষরণে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মামা মন্টু আলী বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিলালপুর বাজারে তাঁর সঙ্গে কেরাম খেলার পর চা খেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
নিহতের বাবা সাকেম আলী বলেন, বাজার থেকে আসার সময় ধরে নিয়ে গিয়ে জুয়েলকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশী কয়েকজন বলেন, জুয়েল আলীর দাদা পলান প্রামাণিকের সঙ্গে জমিজমাসংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন যাবৎ চলছিল। গত মাসে ওই মামলায় আদালত থেকে জুয়েলের দাদা পলান প্রামাণিক ডিক্রি পান। এরই জেরে হত্যার ঘটনা ঘটতে পারে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে থানা-পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশের অন্যান্য শাখাও কাজ করছে। দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাটোরের লালপুরে দুই পা ও হাতের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে মো. জুয়েল আলী (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।
নিহত মো. জুয়েল আলী ওই গ্রামের মো. সাকেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা জুয়েল আলীকে ধরে নিয়ে যায়। পরে তারা জুয়েলের দুই পা ও হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাড়ির উত্তর পাশে গমখেতের পাশে ফেলে রেখে যায়। ভোরে তাঁর চাচাতো ভাই মো. লিখন আলী খেজুরগাছ থেকে রস নামাতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান জুয়েলকে। তাঁর চিৎকারে আত্মীয়স্বজন জুয়েলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ৮টায় তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ধারালো অস্ত্র দিয়ে দুই পা ও এক হাতে রগ কেটে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় জুয়েলকে। অতিরিক্ত রক্তক্ষরণে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মামা মন্টু আলী বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিলালপুর বাজারে তাঁর সঙ্গে কেরাম খেলার পর চা খেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
নিহতের বাবা সাকেম আলী বলেন, বাজার থেকে আসার সময় ধরে নিয়ে গিয়ে জুয়েলকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশী কয়েকজন বলেন, জুয়েল আলীর দাদা পলান প্রামাণিকের সঙ্গে জমিজমাসংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন যাবৎ চলছিল। গত মাসে ওই মামলায় আদালত থেকে জুয়েলের দাদা পলান প্রামাণিক ডিক্রি পান। এরই জেরে হত্যার ঘটনা ঘটতে পারে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে থানা-পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশের অন্যান্য শাখাও কাজ করছে। দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৬ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৮ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৫ দিন আগে