Ajker Patrika

বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

নাটোরের লালপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় সয়াবিন তেলের পাঁচ ও দুই লিটার বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন। 

অভিযানে গোপালপুর বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডার ও অমল কুন্ডু স্টোরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লালপুর থানার এএসআই সেরাফত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

শাম্মী আক্তার বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোনো পণ্য নির্ধারিত মূল্য ছাড়া বেশি দামে বিক্রি করলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় তিনি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বেশি দামে পণ্য না বিক্রি করতে সতর্ক করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত