লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চশব্দে চলে বিভিন্ন রকমের প্রচার।
মোবাইলে রেকর্ড করে মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে পাড়া-মহল্লায় বিরতিহীন প্রচার। কখনো একটি আবার কখনো সামনে-পেছনে দুটি মাইক বেঁধে উচ্চশব্দে দিনে-রাতে চলে এ ধরনের শব্দদূষণ। এতে শারীরিক ও মানসিক নানা সমস্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোমিনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। রোগীদের আকৃষ্ট করতে চিকিৎসকদের প্রচার, ক্রেতাদের আকৃষ্ট করতে মুরগি, মাছ, গরু জবাই, ছাগলের হাট, শিম বিক্রি থেকে শুরু করে আলু-পটোল বিক্রিসহ মাইকে উচ্চশব্দে বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়।
রামানন্দপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, এখন প্রধান সড়ক ছাড়াও গ্রামে পাড়া-মহল্লায় মাইকে প্রচারের দৌরাত্ম্য বেড়েছে। দিনে-রাতে ভোগান্তির কথা বিবেচনা না করে মাইকের উচ্চশব্দ আর গাড়ির হাইড্রোলিক হর্ন অতিষ্ঠ করে তুলেছে।
কচুয়া গ্রামের মাজদার রহমান বলেন, সকাল থেকে মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। উচ্চশব্দে গান বাজানোর জন্য লেখাপড়া, ঘুম ঠিকমতো হয় না।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া বকুল বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে মাইকে প্রচার চালানো হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
রাজা মাইক সার্ভিসের প্রচারকর্মী মহসিন আলী বলেন, মাইকিংয়ের জন্য ডাক পড়লে ভাড়া খাটতে যান। কেউ একটি আবার কেউ দুটি মাইকের ভাড়া দিলে সে অনুযায়ী সার্ভিস দেন। শব্দের কোনো মাপ তাঁদের জানা নেই।
নাটোর জজকোর্টের আইনজীবী শাহ মুখদুম সরকার রুপস বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থে উচ্চশব্দ যন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লালপুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আইনজীবী মো. আরিফুল ইসলাম বলেন, যাঁরা এসব শব্দযন্ত্র ব্যবহার করছেন, তাঁরা না বুঝেই করছেন। উচ্চশব্দযন্ত্রের ব্যবহাররোধে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, শব্দদূষণের একটি মাত্রা আছে। উচ্চশব্দে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্রার বেশি শব্দদূষণ হলে দীর্ঘমেয়াদি শ্রবণের সমস্যা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনোযোগ নষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, কোথাও উচ্চশব্দদূষণের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের লালপুরে মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চশব্দে চলে বিভিন্ন রকমের প্রচার।
মোবাইলে রেকর্ড করে মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে পাড়া-মহল্লায় বিরতিহীন প্রচার। কখনো একটি আবার কখনো সামনে-পেছনে দুটি মাইক বেঁধে উচ্চশব্দে দিনে-রাতে চলে এ ধরনের শব্দদূষণ। এতে শারীরিক ও মানসিক নানা সমস্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোমিনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। রোগীদের আকৃষ্ট করতে চিকিৎসকদের প্রচার, ক্রেতাদের আকৃষ্ট করতে মুরগি, মাছ, গরু জবাই, ছাগলের হাট, শিম বিক্রি থেকে শুরু করে আলু-পটোল বিক্রিসহ মাইকে উচ্চশব্দে বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়।
রামানন্দপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, এখন প্রধান সড়ক ছাড়াও গ্রামে পাড়া-মহল্লায় মাইকে প্রচারের দৌরাত্ম্য বেড়েছে। দিনে-রাতে ভোগান্তির কথা বিবেচনা না করে মাইকের উচ্চশব্দ আর গাড়ির হাইড্রোলিক হর্ন অতিষ্ঠ করে তুলেছে।
কচুয়া গ্রামের মাজদার রহমান বলেন, সকাল থেকে মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। উচ্চশব্দে গান বাজানোর জন্য লেখাপড়া, ঘুম ঠিকমতো হয় না।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া বকুল বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে মাইকে প্রচার চালানো হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
রাজা মাইক সার্ভিসের প্রচারকর্মী মহসিন আলী বলেন, মাইকিংয়ের জন্য ডাক পড়লে ভাড়া খাটতে যান। কেউ একটি আবার কেউ দুটি মাইকের ভাড়া দিলে সে অনুযায়ী সার্ভিস দেন। শব্দের কোনো মাপ তাঁদের জানা নেই।
নাটোর জজকোর্টের আইনজীবী শাহ মুখদুম সরকার রুপস বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থে উচ্চশব্দ যন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লালপুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আইনজীবী মো. আরিফুল ইসলাম বলেন, যাঁরা এসব শব্দযন্ত্র ব্যবহার করছেন, তাঁরা না বুঝেই করছেন। উচ্চশব্দযন্ত্রের ব্যবহাররোধে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, শব্দদূষণের একটি মাত্রা আছে। উচ্চশব্দে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্রার বেশি শব্দদূষণ হলে দীর্ঘমেয়াদি শ্রবণের সমস্যা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনোযোগ নষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, কোথাও উচ্চশব্দদূষণের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫