Ajker Patrika

২০০ মেট্রিক টন রস ড্রেনে ৫ কর্মকর্তাকে শোকজ

 লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৪
২০০ মেট্রিক টন রস ড্রেনে  ৫ কর্মকর্তাকে শোকজ

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই করা আখের রস ও সিরাপ ফেলে দেওয়ার (ড্রেন আউট) অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াইকৃত আখের রস ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে শোকজ করা পাঁচ কর্মকর্তা হলেন ফ্যাক্টরি ম্যানেজার, ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার (উৎপাদন) ও দুজন ডেপুটি ম্যানেজার (উৎপাদন)। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। মিল সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির ফ্যান বোর্ডে ত্রুটি দেখা দেওয়ায় এবং স্টিম উৎপাদন বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা আখমাড়াই বন্ধ রাখতে হয়। ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ড্রেন আউট করা হয়। এর আগে চলতি মৌসুমের গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা করে মাড়াই বন্ধ থাকে। মিলে দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন আখমাড়াই করে প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন রস ধারণের ক্ষমতা রয়েছে।

এ রস প্রক্রিয়াকরণে ১৩ থেকে ১৪ কেজি বাষ্প প্রয়োজন হয়। যথেষ্ট পরিমাণ বাষ্প না পাওয়া গেলে চিনির স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। মিলের শ্রমিকেরা জানান, মিল কর্তৃপক্ষের অবহেলায় গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ফেলে দেওয়া হয়। এর আগে চলতি মৌসুমেই গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একইভাবে তরল চিনি ফেলে দেওয়া হয়। এতে মিলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করলে তাঁরা চাকরিচ্যুতির ভয় দেখান বলে অভিযোগ করেন তাঁরা।

মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি খন্দকার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন বলেন, দুর্নীতিমুক্ত ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিনিকলটিকে টিকিয়ে রাখতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। আখ না পাওয়ায় ৩০ জানুয়ারি মাড়াই মৌসুম সমাপ্ত হওয়ার কথা রয়েছে। আখ সংগ্রহ কমিটি থাকলেও প্রত্যক্ষভাবে তাদের কার্যক্রম চোখে পড়ে না। পরীক্ষাগারে ড্রেন আউট করা সিরাপ ও রসে চিনির উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। মিলের মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি) আনোয়ারুল ইসলাম বলেন, মিলের ক্রাশিং বন্ধ থাকলে বয়লার হিটারের ভেতর কাঠের প্লাগ চুইয়ে কিছু রস পড়তে পারে। এই রসের সঙ্গে কোনো চিনি থাকে না বলে দাবি করেন তিনি।

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, মিলের যান্ত্রিক ত্রুটির কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা মাড়াই কার্যক্রম বন্ধ ছিল। এই ঘটনায় কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত