বিনা মূল্যে মাস্ক দেওয়া হোক
লকডাউন যে উঠে যাচ্ছে এবং অল্প কিছু প্রতিষ্ঠান বাদে অধিকাংশই খুলে দেওয়া হচ্ছে, এর অর্থ হলো, লোকজনের যাতায়াত বেড়ে যাবে। যাতায়াত বেড়ে যাওয়ায় তাঁদের আনা- নেওয়ার জন্য গণপরিবহন দরকার হবে। যখন বেশি লোক চলাচল করবে, তখন গণপরিবহন অর্ধেক বন্ধ রেখে অর্ধেক খুলে দেওয়াটা হাস্যকর হয়ে গেল। তখন এই অর্ধেক পরিবহনের ওপর