Ajker Patrika

ময়মনসিংহে ১৯ দিনে প্রায় সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় 

প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে ১৯ দিনে প্রায় সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় 

কঠোর বিধিনিষেধের ১৯ দিনে ময়মনসিংহে ৩ হাজার ৯৬৩ মামলায় ২৫ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

নিয়মিত সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহের ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ৩ হাজার ৯৬৩ মামলায় ২৫ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করে। এ সময় প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত