Ajker Patrika

ময়মনসিংহে ১৯ দিনে প্রায় সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় 

প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে ১৯ দিনে প্রায় সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় 

কঠোর বিধিনিষেধের ১৯ দিনে ময়মনসিংহে ৩ হাজার ৯৬৩ মামলায় ২৫ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

নিয়মিত সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহের ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ৩ হাজার ৯৬৩ মামলায় ২৫ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করে। এ সময় প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত