Ajker Patrika

 কাল থেকে ভারতীয় ভিসা আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৪: ৫৬
 কাল থেকে ভারতীয় ভিসা আবেদন শুরু

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে। ভ্রমণ ভিসা ছাড়া বাকি সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।

আজ মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।
 
ভারতের স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বয়েছে। প্রধান আইভ্যাকের অবস্থান ঢাকার কুড়িলে যমুনা ফিউচার পার্কে। সব বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লা, বগুড়া, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে।

হাইকমিশনের ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা ফিরে আসছি! লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলো ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।’ 

গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়েছিল। এক মাস ১০ দিন পর আবারও চালু হচ্ছে ভিসা প্রক্রিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত