নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাঁদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র...
৩ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১ ঘণ্টা আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে