Ajker Patrika

১৯ দিন পর সড়কে গণপরিবহন, স্বস্তিতে যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯ দিন পর সড়কে গণপরিবহন, স্বস্তিতে যাত্রীরা 

দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন। 

বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন। 

আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।' 

বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।' 

এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট। 

গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না। 

গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে। 

যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও  মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। 

গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত