নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১ ঘণ্টা আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১ ঘণ্টা আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
২ ঘণ্টা আগে