ভাসানচরে পালানোর সময় দালালসহ ২৩ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় পাঁচ দালালসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন দালাল, চারজন পুরুষ, ছয়জন নারী ও আট শিশু রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটকের পর তাঁদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।