Ajker Patrika

রোহিঙ্গা শিবির থেকে শীর্ষ সন্ত্রাসী-ডাকাতসহ আটক ৫, রামদা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৮: ২৩
রোহিঙ্গা শিবির থেকে শীর্ষ সন্ত্রাসী-ডাকাতসহ আটক ৫, রামদা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা শিবির থেকে ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এদের ৪ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং একজন একাধিক মামলার পলাতক আসামি। এদের নাম পুলিশের তালিকায় 'শীর্ষ সন্ত্রাসী' হিসেবে তালিকাভুক্ত রয়েছে। 

৪ ডিসেম্বর রাত ৮টা থেকে ১০টার মধ্যে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর শিবির থেকে তাদের আটক করা হয়। এরা হলেন—একই শিবিরের আশ্রিত মৃত মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), সহোদর আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম (৩৫) ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক (৩৫)। তাঁদের কাছ থেকে চারটি রামদাও উদ্ধার করা হয়। 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ শিবিরে এপিবিএনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি রাম দা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া একজনজিজ্ঞাসাবাদে তাঁরা আরও পাঁচ সহযোগীর নাম স্বীকার করে ডাকাতির জন্য জড়ো হওয়ার কথা স্বীকার করেন। উদ্ধারকৃত রামদাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

এদিকে একই শিবিরে অভিযান চালিয়ে একাধিক মামলা পলাতক আসামি রোহিঙ্গা ডাকাত নুর আহম্মদ (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। আহম্মদ একই শিবিরের ব্লক-বি ১১, এফসিএন-২৮৮১০০ এর লাল মিয়ার ছেলে। 

আহম্মদ গ্রেপ্তার প্রসঙ্গে এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-২১ (১২) ২০২১, ধারা-৩৯৯ / ৪০২ পেনাল কোড এবং ২২ (১২) ২০২১, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (f) এর এজাহারনামীয় পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁকেও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত