Ajker Patrika

রামু থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১: ৩০
রামু থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার  

কক্সবাজারের রামু থেকে অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের কাঁটাতার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করার কথা জানিয়েছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলাম। 

তারা হলো, জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নয়ন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই পাহাড়ে অভিযান চালিয়ে মোহাম্মদ কায়সার নামে এক নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে র‍্যাব। 

অপহৃত অপরজনের সন্ধানে পাহাড়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গত ৭ ডিসেম্বর অপহৃত হয় চার শিক্ষার্থী। উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহেদুল ইসলাম, অষ্টম শ্রেণির ছাত্র মিজানুর রহমান, মোহাম্মদ কায়সার ও মিজানুল ইসলাম। 
তাদের সবার বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন প্যাঁচার দ্বীপ এলাকায়। 

পরিবার সূত্রে জানা গেছে, রামুর প্যাঁচার দ্বীপের বাসিন্দা ও সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের চার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ৭ ডিসেম্বর সকালে রামুর প্যাঁচার দ্বীপ এলাকা থেকে জাহাঙ্গীর ও ইব্রাহিমকে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে টেকনাফের উদ্দেশে রওনা দেয়। একপর্যায়ে ওই দিন সকাল ১০টার দিকে স্কুলছাত্রদের টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যায়। এরপর থেকে স্কুলছাত্রদের খোঁজ মিলছিল না। এরই মধ্যে বুধবার রাতে নিখোঁজ স্কুলছাত্রদের স্বজনদের কাছে মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে স্কুলছাত্রদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত