নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের একটি অংশকে যেখানে রাখা হয়েছে, সেই ভাসানচরের উন্নয়নে সহযোগিতা দেবে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ কথা জানান।
সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে শান্তির সঙ্গে থাকতে পারে, এটা তাঁরা চান। তাঁরা প্রথম দিন থেকেই বলছেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে। এ জন্য তাঁরা কাজ করছেন। ওআইসিতে তাঁদের স্ট্রং সাপোর্ট রাখছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা কথা বলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করায় সরকারের প্রশংসা করেন সৌদির রাষ্ট্রদূত। ভাসানচরকে আরও ডেভেলপ করার জন্য তারা সহযোগিতা করবে। তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের ভাসানচর যাওয়ার কথা ছিল, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।’
আলোচনার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ কোনো দিনই শান্তি বয়ে আনে না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য অবশ্যই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এটাই আমাদের অভিমত। এটাই আমরা জানিয়ে দিয়েছি।’
জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনশক্তির ব্যাপারে তিনি পুলিশ ক্লিয়ারেন্স ত্বরান্বিত করতে বলেছেন। তিনি জানিয়েছেন, দূতাবাসের সামনে অনেক ভিড় হওয়ায় তাঁরা কিছু ব্যবস্থা নিয়েছেন। সেখানে যাতে কোনো ভুল-বোঝাবুঝি না হয়। পুলিশ বাহিনী সেখানে সতর্ক থাকবে বলে তাঁকে জানানো হয়েছে। ফোকাল পয়েন্ট তৈরির জন্য তাঁরা বলেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি কাজ করছেন সেখানে এবং এখানে অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ। এদের একজনকে তাঁরা ফোকাল পয়েন্ট করার কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫০ হাজার বাংলাদেশিকে আমরা এখনো পাসপোর্ট দিতে পারিনি। তাঁরা সেগুলো তাড়াতাড়ি দেওয়ার কথা বলেছেন। তাঁরা বলেছেন, আমরা এদের ফেরত পাঠাব না, যাতে তাঁরা অবৈধ না হয়, সে জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আমরা সেগুলোর ব্যবস্থা করছি।’
রোহিঙ্গাদের একটি অংশকে যেখানে রাখা হয়েছে, সেই ভাসানচরের উন্নয়নে সহযোগিতা দেবে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ কথা জানান।
সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে শান্তির সঙ্গে থাকতে পারে, এটা তাঁরা চান। তাঁরা প্রথম দিন থেকেই বলছেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে। এ জন্য তাঁরা কাজ করছেন। ওআইসিতে তাঁদের স্ট্রং সাপোর্ট রাখছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা কথা বলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করায় সরকারের প্রশংসা করেন সৌদির রাষ্ট্রদূত। ভাসানচরকে আরও ডেভেলপ করার জন্য তারা সহযোগিতা করবে। তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের ভাসানচর যাওয়ার কথা ছিল, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।’
আলোচনার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ কোনো দিনই শান্তি বয়ে আনে না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য অবশ্যই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এটাই আমাদের অভিমত। এটাই আমরা জানিয়ে দিয়েছি।’
জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনশক্তির ব্যাপারে তিনি পুলিশ ক্লিয়ারেন্স ত্বরান্বিত করতে বলেছেন। তিনি জানিয়েছেন, দূতাবাসের সামনে অনেক ভিড় হওয়ায় তাঁরা কিছু ব্যবস্থা নিয়েছেন। সেখানে যাতে কোনো ভুল-বোঝাবুঝি না হয়। পুলিশ বাহিনী সেখানে সতর্ক থাকবে বলে তাঁকে জানানো হয়েছে। ফোকাল পয়েন্ট তৈরির জন্য তাঁরা বলেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি কাজ করছেন সেখানে এবং এখানে অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ। এদের একজনকে তাঁরা ফোকাল পয়েন্ট করার কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫০ হাজার বাংলাদেশিকে আমরা এখনো পাসপোর্ট দিতে পারিনি। তাঁরা সেগুলো তাড়াতাড়ি দেওয়ার কথা বলেছেন। তাঁরা বলেছেন, আমরা এদের ফেরত পাঠাব না, যাতে তাঁরা অবৈধ না হয়, সে জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আমরা সেগুলোর ব্যবস্থা করছি।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ রোববার (২০ জুলাই) সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।
১৮ মিনিট আগেপরিস্থিতির কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলায় আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
৩৩ মিনিট আগেগত বছর ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারী এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে একজন নিহত হোন।
২ ঘণ্টা আগে‘জাগ্রতবাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ এবং ‘স্বাধীনতা চিরন্তন’-এর মতো বহু মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের স্রষ্টা ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ রোববার সকালে ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২ ঘণ্টা আগে