Ajker Patrika

কনেপক্ষের হামলায় ভাতিজার বিয়েতে চাচার মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
কনেপক্ষের হামলায় ভাতিজার বিয়েতে চাচার মৃত্যু 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে বিয়ে নিয়ে বিরোধের জেরে কনেপক্ষের হামলায় বরের চাচা মোহাম্মদ বেলাল (৪০) মারা গেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত আটজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আনোয়ার সাদেক ও হারেসুর রহমান। 

জানা যায়, ক্যাম্পের মো. ইদ্রিস নামে এক যুবকের সঙ্গে খালেদা বিবির প্রেমের সম্পর্ক ছিল। চার দিন আগে খালেদা বিবি প্রেমিক ইদ্রিসের বাড়িতে চলে আসেন। এরপর ছেলেপক্ষের পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। কিন্তু কনেপক্ষ এ বিয়ে মেনে নেয়নি। গতকাল শনিবার রাতে বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন কনেপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় বরের চাচা মোহাম্মদ বেলাল নিহত হন। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত