নির্যাতন, গর্ভপাত, তালাক
তারাগঞ্জের রাজিনা আখতারেরা চার বোন। বড় বোনের বিয়ে পাশের জেলা নীলফামারীতে হওয়া তিনি মা-বাবার খোঁজ তেমন নিতে পারেন না। তাই বাবা আব্দুল আজিজ অনেক ভেবে রাজিনাকে বাড়ির পাশে বিয়ে দেন, যাতে মেয়েকে কাছে পেতে পারেন, মেয়ের জামাই ছেলের অভাব পূরণ করতে পারেন। কিন্তু সেই আশা ফিকে হয়ে গেছে।