Ajker Patrika

ভাঙা সড়কের মেরামত শুরু, পথচারীর স্বস্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬: ২২
ভাঙা সড়কের মেরামত শুরু, পথচারীর স্বস্তি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর সড়কের ভেঙে যাওয়া অংশের মেরামত শুরু হয়েছে। গত রোববার থেকে কাজ শুরু করেছেন ঠিকাদার। এতে পথচারীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

গত বছরের ২০ অক্টোবর তিস্তার প্রবল স্রোতে সড়কটির প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়। এতে ওই সড়ক দিয়ে তিন দিন যোগাযোগ বন্ধ থাকে।

পরে সড়কটির পাশের বাড়ির উঠানের কিছু অংশ দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেই থেকে ওই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।

পরে এলজিইডি লালমনিরহাট দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষে ৮৪ লাখ ৪৮ হাজার ১৬৮ টাকায় ঠিকাদার নির্বাচন করে কার্যাদেশ দিলে গত রোববার রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার। এতে সড়কে যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

অটোচালক আহেদুল ইসলাম বলেন, ‘সড়কটির ভাঙা অংশের মেরামতকাজ শুরু হয়েছে। এতে স্বস্তি নিয়ে চলাচল করতে পারব।’

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তাহির তাহু বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক ভেঙে যাওয়ার পাঁচ মাসের মধ্যে মেরামতকাজ শুরু হয়েছে। এ জন্য সমাজকল্যাণমন্ত্রী ও এলজিইডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দরপত্র প্রক্রিয়া শেষে দুই প্যাকেজে সড়কটির মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শেষ হবে আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত