যুক্তরাজ্যে ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল
যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।