ইরানের মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে আবারও ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত সোমবার রাতে হুতিদের ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র মজুত ও গোয়েন্দা নজরদারির সক্ষমতাসহ আটটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতিদের লক্ষ্য করে চলতি মাসে এর আগেও একবার হামলা করেছিল এ দুই দেশ। সোমবারের হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থন নিয়ে এই হামলা চালানো হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটিতে আবার হামলার বিষয়ে হুতি নেতৃত্বকে হুঁশিয়ার করেছে তারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, হুতিদের ওপর হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হয়েছে। হামলার পরপরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। যুক্তরাজ্যের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, হুতিরা এখন বড় হুমকি এবং গোষ্ঠীটির আসন্ন হুমকি মোকাবিলায় আত্মরক্ষার্থে আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালিয়েছে।
তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও লোহিতসাগরে গৃহীত পদক্ষেপের মধ্যে এই হামলার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন সুনাক। তিনি আরও বলেন, ইয়েমেনে রাজনৈতিক সংকটের সুরাহা হোক—এটিই তাঁর সরকার দেখতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে ইয়েমেনে সংকট শুরুর পর যুক্তরাজ্য প্রায় ১০০ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে।
সুনাকের বক্তব্যের পর বিরোধী দলের নেতা কিয়ের স্টারমার বলেন, যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপে লেবার পার্টির সমর্থন রয়েছে। লেবার পার্টির এমপি ইমরান হুসেইন বলেন, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দ্বিরাষ্ট্রীয় সমাধানের ইচ্ছা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়নি।
যুক্তরাজ্যের ভাষ্য, গত ১০ দিনে লোহিতসাগরে চলা জাহাজক লক্ষ্য করে ১২টি হামলা চালিয়েছে হুতিরা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে বাণিজ্যিক জাহাজে হুতিরা ৩০টির বেশি হামলা করেছে। তবে সোমবারের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেনে হামলা করা ওয়াশিংটনের কৌশলগত ভুল হবে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা করে আসছে ইসরায়েলি বাহিনী। চলমান হামলার প্রতিবাদ এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তারা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত এবং ইসরায়েলকে সমর্থন দেওয়া পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না।
ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। গত নভেম্বর থেকে লোহিতসাগরে বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে তারা। এতে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
ইরানের মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে আবারও ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত সোমবার রাতে হুতিদের ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র মজুত ও গোয়েন্দা নজরদারির সক্ষমতাসহ আটটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতিদের লক্ষ্য করে চলতি মাসে এর আগেও একবার হামলা করেছিল এ দুই দেশ। সোমবারের হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থন নিয়ে এই হামলা চালানো হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটিতে আবার হামলার বিষয়ে হুতি নেতৃত্বকে হুঁশিয়ার করেছে তারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, হুতিদের ওপর হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হয়েছে। হামলার পরপরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। যুক্তরাজ্যের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, হুতিরা এখন বড় হুমকি এবং গোষ্ঠীটির আসন্ন হুমকি মোকাবিলায় আত্মরক্ষার্থে আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালিয়েছে।
তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও লোহিতসাগরে গৃহীত পদক্ষেপের মধ্যে এই হামলার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন সুনাক। তিনি আরও বলেন, ইয়েমেনে রাজনৈতিক সংকটের সুরাহা হোক—এটিই তাঁর সরকার দেখতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে ইয়েমেনে সংকট শুরুর পর যুক্তরাজ্য প্রায় ১০০ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে।
সুনাকের বক্তব্যের পর বিরোধী দলের নেতা কিয়ের স্টারমার বলেন, যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপে লেবার পার্টির সমর্থন রয়েছে। লেবার পার্টির এমপি ইমরান হুসেইন বলেন, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দ্বিরাষ্ট্রীয় সমাধানের ইচ্ছা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়নি।
যুক্তরাজ্যের ভাষ্য, গত ১০ দিনে লোহিতসাগরে চলা জাহাজক লক্ষ্য করে ১২টি হামলা চালিয়েছে হুতিরা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে বাণিজ্যিক জাহাজে হুতিরা ৩০টির বেশি হামলা করেছে। তবে সোমবারের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেনে হামলা করা ওয়াশিংটনের কৌশলগত ভুল হবে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা করে আসছে ইসরায়েলি বাহিনী। চলমান হামলার প্রতিবাদ এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তারা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত এবং ইসরায়েলকে সমর্থন দেওয়া পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না।
ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। গত নভেম্বর থেকে লোহিতসাগরে বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে তারা। এতে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে