যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।
২০২০ সালে যুক্তরাজ্যের ওয়াল্টহাম ক্রস শহরে গুগলের কেনা ১৩ হেক্টর জমির ওপর ওপর ডেটা সেন্টারটি তৈরি হবে। এটি লন্ডনের ১৫ মাইল দূরে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘এই নতুন ডেটা সেন্টার এআই এবং ক্লাউড সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।’
দেশের নতুন অবকাঠামো তৈরিতে বিশেষ করে প্রযুক্তি খাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্যের সরকার। গুগলের বিনিয়োগ সম্পর্কে সরকার বলেছে, এটি যুক্তরাজ্যের ওপর বিশাল আস্থার বহিঃপ্রকাশ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছে, গুগলের ১০০ কোটি বিনিয়োগ প্রমাণ করেছে যে, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাজ্যের উৎকর্ষের ও প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের কভেন্ট গার্ডেনের কাছে একটি কেন্দ্রীয় লন্ডন অফিস বিল্ডিং গুগল ক্রয় করে। কিংস ক্রসের কাছাকাছি আরেকটি জায়গা গুগল কিনে এটি একটি নতুন অফিস তৈরি করছে। যেখানে এর এআই কোম্পানি ডিপমাইন্ডও রয়েছে।
কিছুদিন আগে মাইক্রোসফট যুক্তরাজ্যে তিন বছর ধরে ৩২০ কোটি ডলার (২৫০ কোটি পাউন্ড) বিনিয়োগে ঘোষণা দেয়। সেই সঙ্গে ডেটা সেন্টারের ক্ষমতা ও এআইভিত্তিক সেবা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।
২০২০ সালে যুক্তরাজ্যের ওয়াল্টহাম ক্রস শহরে গুগলের কেনা ১৩ হেক্টর জমির ওপর ওপর ডেটা সেন্টারটি তৈরি হবে। এটি লন্ডনের ১৫ মাইল দূরে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘এই নতুন ডেটা সেন্টার এআই এবং ক্লাউড সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।’
দেশের নতুন অবকাঠামো তৈরিতে বিশেষ করে প্রযুক্তি খাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্যের সরকার। গুগলের বিনিয়োগ সম্পর্কে সরকার বলেছে, এটি যুক্তরাজ্যের ওপর বিশাল আস্থার বহিঃপ্রকাশ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছে, গুগলের ১০০ কোটি বিনিয়োগ প্রমাণ করেছে যে, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাজ্যের উৎকর্ষের ও প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের কভেন্ট গার্ডেনের কাছে একটি কেন্দ্রীয় লন্ডন অফিস বিল্ডিং গুগল ক্রয় করে। কিংস ক্রসের কাছাকাছি আরেকটি জায়গা গুগল কিনে এটি একটি নতুন অফিস তৈরি করছে। যেখানে এর এআই কোম্পানি ডিপমাইন্ডও রয়েছে।
কিছুদিন আগে মাইক্রোসফট যুক্তরাজ্যে তিন বছর ধরে ৩২০ কোটি ডলার (২৫০ কোটি পাউন্ড) বিনিয়োগে ঘোষণা দেয়। সেই সঙ্গে ডেটা সেন্টারের ক্ষমতা ও এআইভিত্তিক সেবা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৪৪ মিনিট আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৩ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
৪ ঘণ্টা আগে