Ajker Patrika

যুক্তরাজ্যে ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

অনলাইন ডেস্ক
Thumbnail image

যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।

২০২০ সালে যুক্তরাজ্যের ওয়াল্টহাম ক্রস শহরে গুগলের কেনা ১৩ হেক্টর জমির ওপর ওপর ডেটা সেন্টারটি তৈরি হবে। এটি লন্ডনের ১৫ মাইল দূরে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘এই নতুন ডেটা সেন্টার এআই এবং ক্লাউড সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।’

দেশের নতুন অবকাঠামো তৈরিতে বিশেষ করে প্রযুক্তি খাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্যের সরকার। গুগলের বিনিয়োগ সম্পর্কে সরকার বলেছে, এটি যুক্তরাজ্যের ওপর বিশাল আস্থার বহিঃপ্রকাশ। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছে, গুগলের ১০০ কোটি বিনিয়োগ প্রমাণ করেছে যে, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাজ্যের উৎকর্ষের ও প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের কভেন্ট গার্ডেনের কাছে একটি কেন্দ্রীয় লন্ডন অফিস বিল্ডিং গুগল ক্রয় করে। কিংস ক্রসের কাছাকাছি আরেকটি জায়গা গুগল কিনে এটি একটি নতুন অফিস তৈরি করছে। যেখানে এর এআই কোম্পানি ডিপমাইন্ডও রয়েছে। 

কিছুদিন আগে মাইক্রোসফট যুক্তরাজ্যে তিন বছর ধরে ৩২০ কোটি ডলার (২৫০ কোটি পাউন্ড) বিনিয়োগে ঘোষণা দেয়। সেই সঙ্গে ডেটা সেন্টারের ক্ষমতা ও এআইভিত্তিক সেবা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত