প্লে স্টোরের নতুন ফিচার দূরে থেকেও ডিলিট করা যাবে অ্যাপ
ধরুন, হুট করেই একদিন হয়তো ফোনটি হারিয়ে গেল! কিংবা চুরিই হয়ে গেল বা ভুলে কোথাও রেখে চলে এলেন। কিন্তু মোবাইল ফোনে এখন যেহেতু অর্থনৈতিক ও ব্যক্তিগত প্রচুর তথ্য থাকে, প্রায় সবকিছুর পাসওয়ার্ড সেভ করা বা নোটে লেখা থাকে, তাই স্বাভাবিকভাবে সেটি হাতে পেতে চাইবেন প্রকৃত ব্যবহারকারীরা। নিদেনপক্ষে চাইবেন ব্যক্ত