নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নারীর ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণের পর তাঁর কাছ থেকে মোবাইল, টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রটির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মে) রাতে বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলেন—নেত্রকোনার আটপাড়া থানার ইসমাইলের ছেলে মো. ইমরান (২৪)। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় থাকেন তিনি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে জানান, প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির পরিচয় হয়। এ সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ১৫ মে তিনি দেশে ফেরার খবর পেয়ে তাঁকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে ওই নারী। দেশে ফেরার পর গত ২৪ মে তাঁদের মধ্যে দেখা হয়। তখন ঘুরতে যাওয়ার কথা বলে সেই নারী প্রবাসীকে বায়েজিদে জিএম বাংলো পাহাড়ে নিয়ে যায়।
সেখানে আগে থেকে ওত পেতে ছিল ৭-৮ জন যুবক। এই চক্রটির সঙ্গে ওই নারীর আগে থেকেই যোগসাজস ছিল। পরে প্রবাসীকে আটকে রেখে তাঁর কাছ থেকে আইফোন, ঘড়ি, দশ হাজার বিদেশি মুদ্রা ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি।
তাঁরা বিকাশের মাধ্যমে আরও ৩২ হাজার টাকা তাঁর জোরপূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় থানা-পুলিশ অভিযোগ পেয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রবাসীর ছিনিয়ে নেওয়া আইফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
চট্টগ্রামে নারীর ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণের পর তাঁর কাছ থেকে মোবাইল, টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রটির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মে) রাতে বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলেন—নেত্রকোনার আটপাড়া থানার ইসমাইলের ছেলে মো. ইমরান (২৪)। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় থাকেন তিনি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে জানান, প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির পরিচয় হয়। এ সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ১৫ মে তিনি দেশে ফেরার খবর পেয়ে তাঁকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে ওই নারী। দেশে ফেরার পর গত ২৪ মে তাঁদের মধ্যে দেখা হয়। তখন ঘুরতে যাওয়ার কথা বলে সেই নারী প্রবাসীকে বায়েজিদে জিএম বাংলো পাহাড়ে নিয়ে যায়।
সেখানে আগে থেকে ওত পেতে ছিল ৭-৮ জন যুবক। এই চক্রটির সঙ্গে ওই নারীর আগে থেকেই যোগসাজস ছিল। পরে প্রবাসীকে আটকে রেখে তাঁর কাছ থেকে আইফোন, ঘড়ি, দশ হাজার বিদেশি মুদ্রা ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি।
তাঁরা বিকাশের মাধ্যমে আরও ৩২ হাজার টাকা তাঁর জোরপূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় থানা-পুলিশ অভিযোগ পেয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রবাসীর ছিনিয়ে নেওয়া আইফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১৫ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২৪ মিনিট আগে