রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।
নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
৭ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে