Ajker Patrika

ভারত থেকে আনা ৩৪৪ মোবাইল ফোন জব্দ, কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত থেকে আনা ৩৪৪ মোবাইল ফোন জব্দ, কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনার সঙ্গে জড়িত মোক্তার হোসেন নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মালামাল বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বলেন, ‘র‍্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। 

এসময় দেশে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চার্জার উদ্ধারসহ মোক্তার নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, গ্রেপ্তার মোক্তার একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত