মাহিন আলম
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
৬ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তায় দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। একারণেই ভারত চীনকে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
৯ ঘণ্টা আগে