পাটের ভালো ফলন দামে বেজার চাষি
চলতি বছর পাটের ফলন ভালো হয়েছে। তবে চাষে খরচের তুলনায় বিক্রিতে আশানুরূপ দাম না পেয়ে কৃষকেরা হতাশ। কৃষকেরা জানান, এ বছর পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে প্রথম থেকেই। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, পুকুরে পর্যাপ্ত পানি ছিল না।