Ajker Patrika

আগাম আমন কাটা শুরু

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
আগাম আমন কাটা শুরু

চলতি মৌসুমে মেহেরপুরের গাংনীর আমন চাষিরা ধানের ভালো ফলনের আশা করছেন। ইতিমধ্যে অনেকে ধান কাটতে শুরু করেছেন। শত ব্যস্ততা আর ঘরে নতুন ধান তোলার আনন্দে মাতবেন কৃষক-কিষানি।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠজুড়ে রয়েছে সোনালি ধান। চাষিরা সকাল থেকে কাস্তে-দড়ি হাতে বেরিয়ে পড়েছেন ধান কাটতে।  বাদিয়াপাড়া গ্রামের ধানচাষি মতিয়ার রহমান বলেন, ‘আমার ৩ বিঘা জমিতে ধান আছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলাম। আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ বছর ধানের ফলন অনেক ভালো হবে। ধানের শিষে অনেক ধান রয়েছে। বিঘাপ্রতি ১৯-২০ মণ হারে ফলন হবে আশা করছি।’

বাওট গ্রামের ধানচাষি আ. রশিদ বলেন, ‘মাঠে চলতি বছর খুব ভালো ধান হয়েছে। ঝড় নিয়ে  যে ভয় ছিল তা আর নেই। বর্তমানে বাজারমূল্য ৯০০-১০০০ টাকা। আশা করছি, ধানের ভালো দাম পাব আর লাভ হবে। অনেকে ধান কাটতেও শুরু করেছেন।’

দেবীপুর গ্রামের ধানচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছর ধানের আবাদ করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। একদিকে অনাবৃষ্টি অপরদিকে সার, ডিজেল, মজুরিসহ সবকিছুর খরচ বৃদ্ধি পেয়েছে। ধানে সেচ দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলাম। ধান কাটতে শুরু করেছি। আশা করছি ধানে ফলন অনেক ভালো হবে। বিঘাপ্রতি ১৮-২০ মণ হারে হবে। ভালো দাম পেলে ক্ষতি হবে না।’

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৩ হাজার ৬১০ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে এবার ধানে ভালো ফলন হবে। দাম ভালো পেলে কৃষকেরা লাভবান হবেন। চাষিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘এ বছর উপজেলায় প্রায় ১৩ হাজার ৬১০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। চলতি বছর উপজেলায় বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে।

ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ধানের ফলনও ভালো হচ্ছে। সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু জমির ধান হেলে পড়লেও ফলনে তেমন কোনো প্রভাব ফেলবে না। আশা করছি, এবার ধানের ফলন ভালো হবে। আমরা আশাবাদী ১৩ হাজার ৬১০ হেক্টর রোপা আমন থেকে ৮২ হাজার টন ধান উৎপাদন হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত