গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চাষিরা ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সর্বেশষ গত রোববার রাতে উপজেলার দেবীপুর ভিটাপাড়া ইসহাকের ডিপের মাঠে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। আগেও বিভিন্ন সময় ট্রান্সফরমার চুরি হয়েছে।
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক হবিবর রহমান জানান, মাঠে এখন আমনের আবাদ চলছে। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমন ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ সময় ধানে পানি না দিলে চিটা পড়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
ট্রান্সফরমারের দামও অনেক। এই মুহূর্তে আমাদের কেনা সম্ভব না। যদি দ্রুত এই ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হয়, তাহলে অনেক চাষি ক্ষতির শিকার হবে।’
সেচ পাম্পের মালিক আকাশ আহমেদ বলেন, ‘গত রোববার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময়ও ট্রান্সফরমারটি ছিল। সকালে দেখি, চুরি হয়ে গেছে। আমার স্কিমে অনেকের আমন ধানসহ বিভিন্ন আবাদ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে। এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে যদি দ্রুত ট্রান্সফরমার ঠিক না করা যায়। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সুযোগে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।’
আমন চাষি ফনিরুল ইসলাম বলেন, ‘আমার আড়াই বিঘা জমিতে ধানের আবাদ রয়েছে। এ মুহূর্তে ধানের সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এখনো আমার ধানে ১০টা সেচ দিতে হবে। ধানের সেচ দিতে না পারলে ধান চিটা হয়ে যাবে। আর এতে ধানের ফলন কমে যাবে।’
ধান চাষি নবিছউদ্দিন বলেন, ‘রোববার সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় চোরেরা এই সুযোগে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে যায়। এর মধ্যে যে মূল্যবান পিতল ছিল, সেগুলো নিয়ে যায় আর ঠোসগুলো ফেলে যায়। আমি আমার ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক আব্দুস সালাম জানান, তিনটি ডিপের স্কিমে প্রায় তিন শ বিঘা জমির আবাদ রয়েছে। মেশিনের মাধ্যমে আবাদ করতে হলে জ্বালানির দাম অনেক বেশি, খরচ অনেক বেড়ে যাবে। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার অনুরোধ করেন তিনি।
দেবীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি জানান, ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে ধান চাষিরা সকালে ধানে সেচ দিতে পারেনি। তিনটি সেচ পাম্পের আওতায় প্রায় ৩০০ বিঘা আবাদ রয়েছে। এর মধ্যে আমন ধানসহ বিভিন্ন ফসল রয়েছে। প্রতিনিয়ত সেচ দেওয়া লাগে। তাই দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মো. হানিফ রেজা বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করব। চাষিদের যাতে কৃষি খাতে কোনো সমস্যা না হয়, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুরের গাংনীতে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চাষিরা ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সর্বেশষ গত রোববার রাতে উপজেলার দেবীপুর ভিটাপাড়া ইসহাকের ডিপের মাঠে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। আগেও বিভিন্ন সময় ট্রান্সফরমার চুরি হয়েছে।
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক হবিবর রহমান জানান, মাঠে এখন আমনের আবাদ চলছে। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমন ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ সময় ধানে পানি না দিলে চিটা পড়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
ট্রান্সফরমারের দামও অনেক। এই মুহূর্তে আমাদের কেনা সম্ভব না। যদি দ্রুত এই ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হয়, তাহলে অনেক চাষি ক্ষতির শিকার হবে।’
সেচ পাম্পের মালিক আকাশ আহমেদ বলেন, ‘গত রোববার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময়ও ট্রান্সফরমারটি ছিল। সকালে দেখি, চুরি হয়ে গেছে। আমার স্কিমে অনেকের আমন ধানসহ বিভিন্ন আবাদ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে। এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে যদি দ্রুত ট্রান্সফরমার ঠিক না করা যায়। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সুযোগে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।’
আমন চাষি ফনিরুল ইসলাম বলেন, ‘আমার আড়াই বিঘা জমিতে ধানের আবাদ রয়েছে। এ মুহূর্তে ধানের সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এখনো আমার ধানে ১০টা সেচ দিতে হবে। ধানের সেচ দিতে না পারলে ধান চিটা হয়ে যাবে। আর এতে ধানের ফলন কমে যাবে।’
ধান চাষি নবিছউদ্দিন বলেন, ‘রোববার সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় চোরেরা এই সুযোগে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে যায়। এর মধ্যে যে মূল্যবান পিতল ছিল, সেগুলো নিয়ে যায় আর ঠোসগুলো ফেলে যায়। আমি আমার ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক আব্দুস সালাম জানান, তিনটি ডিপের স্কিমে প্রায় তিন শ বিঘা জমির আবাদ রয়েছে। মেশিনের মাধ্যমে আবাদ করতে হলে জ্বালানির দাম অনেক বেশি, খরচ অনেক বেড়ে যাবে। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার অনুরোধ করেন তিনি।
দেবীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি জানান, ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে ধান চাষিরা সকালে ধানে সেচ দিতে পারেনি। তিনটি সেচ পাম্পের আওতায় প্রায় ৩০০ বিঘা আবাদ রয়েছে। এর মধ্যে আমন ধানসহ বিভিন্ন ফসল রয়েছে। প্রতিনিয়ত সেচ দেওয়া লাগে। তাই দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মো. হানিফ রেজা বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করব। চাষিদের যাতে কৃষি খাতে কোনো সমস্যা না হয়, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫