মুমিনুলের লড়াইটা নিজের সঙ্গেই
মিরপুরে মুশফিকুর রহিম যখন শ্রীলঙ্কার সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন ইনডোরে লড়াই চলছে মুমিনুল হকেরও। এখানে তাঁর কোনো প্রতিপক্ষ নেই। লড়াইটা নিজের সঙ্গেই। ৯,২, ৫,৬, ২,০ কোনো ল্যান্ডফোন নম্বর নয়। বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের শেষ ছয় ইনিংসের স্কোর...