Ajker Patrika

মুমিনুলকে যেভাবে অনুপ্রাণিত করছেন সিডন্স

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
মুমিনুলকে যেভাবে অনুপ্রাণিত করছেন সিডন্স

অধিনায়কত্ব নিয়ে তো চাপের মুখে আছেনই। কঠিন সময়ে মুমিনুল হকের ব্যাটটাও তাঁর হয়ে কথা বলছে না। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফর্মে ফেরাতে অবশ্য চেষ্টার কমতি রাখছেন না জেমি সিডন্স। চট্টগ্রামে আজ অনুশীলনের দ্বিতীয় দিনে অনেকটা সময় শিষ্যকে নিয়ে কাটিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স। 

প্রথমে সেন্টার উইকেটে পেসার শরীফুল ইসলামকে নিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন মুমিনুল। পরে প্রেস বক্স প্রান্তের নেটে লম্বা সময় সিডন্স নিজেই মুমিনুলের থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। ব্যাটে-বলে দারুণ সংযোগের কোনো শট কিংবা ডিফেন্সে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অবিরত অনুপ্রেরণা দিয়ে গেছেন সিডন্স। 

শট খেলার মাঝে কোনো ঘাটতি দেখতেই এগিয়ে এসে মুমিনুলকে হাতে-কলমে দেখিয়ে দেন সিডন্স। কয়েকটা শটে বলের গতির অনুযায়ী মুমিনুলের ব্যাট ঠিক সময়ে নামছিল না। থ্রোয়িং প্রান্ত থেকে মুমিনুলের দিকে সিডন্সের কণ্ঠ ভেসে উঠল, ‘মেনটেইন দ্য ফ্লো ম্যান’। 

শুধু শিখিয়ে নয়, কথা দিয়েও মুমিনুলকে চনমনে রাখার চেষ্টা করে যাচ্ছেন সিডন্স। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। মুমিনুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত কি না—এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আমি ওকে সব সময় বলছি, চট্টগ্রামে তোমার ৭টি টেস্ট সেঞ্চুরি আছে। এবার তোমার সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার।’ 

৫১ টেস্টের ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি আছে মুমিনুলের। এর সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছন্দ ফিরে পেতে এ মাঠই সেরা মঞ্চ, সেটাই মনে করিয়ে দিচ্ছেন সিডন্স। ৫৮ বছর বয়সী কোচ আরও বলছেন, ‘সে এই মাঠ ভালোবাসে। চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও বেশ আত্মবিশ্বাসী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত