নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অধিনায়কত্ব নিয়ে তো চাপের মুখে আছেনই। কঠিন সময়ে মুমিনুল হকের ব্যাটটাও তাঁর হয়ে কথা বলছে না। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফর্মে ফেরাতে অবশ্য চেষ্টার কমতি রাখছেন না জেমি সিডন্স। চট্টগ্রামে আজ অনুশীলনের দ্বিতীয় দিনে অনেকটা সময় শিষ্যকে নিয়ে কাটিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স।
প্রথমে সেন্টার উইকেটে পেসার শরীফুল ইসলামকে নিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন মুমিনুল। পরে প্রেস বক্স প্রান্তের নেটে লম্বা সময় সিডন্স নিজেই মুমিনুলের থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। ব্যাটে-বলে দারুণ সংযোগের কোনো শট কিংবা ডিফেন্সে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অবিরত অনুপ্রেরণা দিয়ে গেছেন সিডন্স।
শট খেলার মাঝে কোনো ঘাটতি দেখতেই এগিয়ে এসে মুমিনুলকে হাতে-কলমে দেখিয়ে দেন সিডন্স। কয়েকটা শটে বলের গতির অনুযায়ী মুমিনুলের ব্যাট ঠিক সময়ে নামছিল না। থ্রোয়িং প্রান্ত থেকে মুমিনুলের দিকে সিডন্সের কণ্ঠ ভেসে উঠল, ‘মেনটেইন দ্য ফ্লো ম্যান’।
শুধু শিখিয়ে নয়, কথা দিয়েও মুমিনুলকে চনমনে রাখার চেষ্টা করে যাচ্ছেন সিডন্স। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। মুমিনুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত কি না—এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আমি ওকে সব সময় বলছি, চট্টগ্রামে তোমার ৭টি টেস্ট সেঞ্চুরি আছে। এবার তোমার সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার।’
৫১ টেস্টের ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি আছে মুমিনুলের। এর সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছন্দ ফিরে পেতে এ মাঠই সেরা মঞ্চ, সেটাই মনে করিয়ে দিচ্ছেন সিডন্স। ৫৮ বছর বয়সী কোচ আরও বলছেন, ‘সে এই মাঠ ভালোবাসে। চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও বেশ আত্মবিশ্বাসী।’
অধিনায়কত্ব নিয়ে তো চাপের মুখে আছেনই। কঠিন সময়ে মুমিনুল হকের ব্যাটটাও তাঁর হয়ে কথা বলছে না। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফর্মে ফেরাতে অবশ্য চেষ্টার কমতি রাখছেন না জেমি সিডন্স। চট্টগ্রামে আজ অনুশীলনের দ্বিতীয় দিনে অনেকটা সময় শিষ্যকে নিয়ে কাটিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স।
প্রথমে সেন্টার উইকেটে পেসার শরীফুল ইসলামকে নিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন মুমিনুল। পরে প্রেস বক্স প্রান্তের নেটে লম্বা সময় সিডন্স নিজেই মুমিনুলের থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। ব্যাটে-বলে দারুণ সংযোগের কোনো শট কিংবা ডিফেন্সে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অবিরত অনুপ্রেরণা দিয়ে গেছেন সিডন্স।
শট খেলার মাঝে কোনো ঘাটতি দেখতেই এগিয়ে এসে মুমিনুলকে হাতে-কলমে দেখিয়ে দেন সিডন্স। কয়েকটা শটে বলের গতির অনুযায়ী মুমিনুলের ব্যাট ঠিক সময়ে নামছিল না। থ্রোয়িং প্রান্ত থেকে মুমিনুলের দিকে সিডন্সের কণ্ঠ ভেসে উঠল, ‘মেনটেইন দ্য ফ্লো ম্যান’।
শুধু শিখিয়ে নয়, কথা দিয়েও মুমিনুলকে চনমনে রাখার চেষ্টা করে যাচ্ছেন সিডন্স। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। মুমিনুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত কি না—এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আমি ওকে সব সময় বলছি, চট্টগ্রামে তোমার ৭টি টেস্ট সেঞ্চুরি আছে। এবার তোমার সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার।’
৫১ টেস্টের ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি আছে মুমিনুলের। এর সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছন্দ ফিরে পেতে এ মাঠই সেরা মঞ্চ, সেটাই মনে করিয়ে দিচ্ছেন সিডন্স। ৫৮ বছর বয়সী কোচ আরও বলছেন, ‘সে এই মাঠ ভালোবাসে। চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও বেশ আত্মবিশ্বাসী।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে