Ajker Patrika

মুমিনুলের লড়াইটা নিজের সঙ্গেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ১২: ৩৮
মুমিনুলের লড়াইটা নিজের সঙ্গেই

মিরপুরে মুশফিকুর রহিম যখন শ্রীলঙ্কার সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন ইনডোরে লড়াই চলছে মুমিনুল হকেরও। এখানে তাঁর কোনো প্রতিপক্ষ নেই। লড়াইটা নিজের সঙ্গেই। 
৯, ২, ৫, ৬, ২, ০ কোনো ল্যান্ডফোন নম্বর নয়। বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের শেষ ছয় ইনিংসের স্কোর। টানা ছয় ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ তিনি। এমন খারাপ সময় ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথম বাঁহাতি ব্যাটারের।

নেতৃত্বের চাপ আর ব্যাটে রানখরার দ্বিমুখী চাপে পিষ্ট মুমিনুল। নেটে মনোযোগী হয়েও মাঠে তার প্রতিফলন ঘটাতে পারছেন না। মুমিনুল হয়তো নিজের ওপর কিছুটা হতাশও। 

চট্টগ্রামে প্রথম টেস্টে রানপ্রসবা উইকেটেও ব্যাট না হাসায় নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন মুমিনুল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সতীর্থ তামিম ইকবাল ও মুশফিক সেঞ্চুরি পেলেও তাঁর কাছে এমন পিচও দুর্বোধ্য মনে হচ্ছিল। অথচ টেস্ট ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির সাতটিই এ মাঠে।

ঢাকায় ফিরেও উন্নতির লক্ষণ নেই। সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতায় মুমিনুল নিজেও শামিল হয়েছেন। ৯ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। অথচ এবারও তাঁর দুই সতীর্থ মুশফিক ও লিটন দাস সেঞ্চুরি করার পাশাপাশি রেকর্ড জুটি গড়ে দলকে উদ্ধার করেছেন।

অবশ্য শিষ্যের খারাপ সময়ে পাশে আছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না সে ছন্দ হারিয়ে ফেলেছে। সে শুধু রান পাচ্ছে না। আজকে (গতকাল) সকালে নেটে ওকে দেখেছি আমি, খুব ভালো মনে হয়েছে। ব্যাটিংয়ের সময় পজিশনে খুব ভালোভাবে গিয়েছে। সে আসলে রানের বাইরে, ছন্দের বাইরে নয়।’ 
কোচের কথা সত্যি হলেও নিশ্চয়ই ছন্দে ফেরার তাড়না তাড়া করে বেড়াচ্ছে মুমিনুলকে। সে কারণেই আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন সকালে টিম বাস স্টেডিয়ামে পৌঁছাতেই ব্যাট-প্যাড নিয়ে ইনডোরে চলে আসেন মুমিনুল। তখনো ড্রেসিংরুম থেকে বের হননি সতীর্থরা। নিজের সঙ্গে নিজের লড়াই চলাকালে তাঁকে সহায়তা করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও থ্রোয়ার রমজান।

ইনডোরে সিডন্স-রমজানকে নিয়ে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। কয়েক ইনিংস ধরে ব্যাট আর বলের গতির সঙ্গে ঠিকঠাক পেরে উঠছেন না তিনি। তাই সিডন্সের সঙ্গে এই দুর্বলতা নিয়ে বেশি সময় কাজ করেছেন।

মুমিনুল ফেরার পর সিডন্সকে নিয়ে ইনডোরে আধা ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান ও মাহমুদুল হাসান জয়। গতকাল দুজনই আউট হয়েছেন শূন্য রানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত