Ajker Patrika

মুমিনুলের তৃপ্তি-অতৃপ্তি

ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
আপডেট : ২০ মে ২০২২, ১১: ২৭
মুমিনুলের তৃপ্তি-অতৃপ্তি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসিমুখেই এলেন মুমিনুল হক। সম্ভাবনা জাগিয়েও চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর বাংলাদেশ অধিনায়কের মুখে লেগে থাকা হাসির কারণ জানতে চাইলে অনুষ্ঠানের সঞ্চালককে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি সব সময় হাসি। আমাকে হাসতে হবে।’

চট্টগ্রাম টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেও ফল শেষ পর্যন্ত নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ। এ বছর টানা ৩ টেস্ট হারের পর একটি ড্র—এতেই তৃপ্তির আভা মুমিনুলের চোখমুখে। শ্রীলঙ্কার বিপক্ষে কখনো ঘরের মাঠে জেতেনি বাংলাদেশ। যদিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ দুই টেস্ট ড্র করেছে তারা। এবারও হলো তা-ই।

কিন্তু মুমিনুলদের সামনে জেতার ভালো একটা সুযোগই এসেছিল। চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে ১০ সেশনের ৫টিতে এগিয়ে ছিল তাঁর দল। দুটিতে প্রতিপক্ষের সঙ্গে সমান দাপট দেখিয়েছেন তাঁরা। কিন্তু পঞ্চম দিনে এসে লড়াইটা হলো সমানে সমান। গতকাল দ্বিতীয় সেশন পর্যন্ত দাপট দেখানো বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে। মুমিনুল অবশ্য এতে অতৃপ্ত নন। তিনি বরং প্রাপ্তি হিসেবে দেখছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসান, নাঈম ইসলাম, তাইজুলদের পারফরম্যান্স। চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দল হিসেবে খেলতে পেরেছি, এটাই ভালো লেগেছে। সবাই যখন ভালো খেলবে, তখন দল হিসেবে ভালো ফল আসবে।’ সতীর্থ ব্যাটাররা ভালো করলেও মুমিনুলের ফর্ম নিয়ে প্রশ্ন থেকে গেছে। যদিও তিনি নিজেকে নিয়ে চিন্তিত নন বলেই জানালেন, ‘আমার ব্যাটিং নিয়ে অত বেশি চিন্তিত নই।’

মুমিনুলের একটু অতৃপ্তি থেকে গেছে পেসারদের নিয়ে। গত কয়েক মাসে যে পেস বোলিং নিয়ে স্তুতি হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে তারা বেশ হতাশই করেছে। দুই পেসার খালেদ আহমেদ আর শরীফুল ইসলাম থেকেছেন উইকেটশূন্য। মুমিনুলের আক্ষেপ এখানেই, ‘পেস বোলাররা যদি আরও একটু ভালো বোলিং করতে পারত! সবার কাছে পেস বোলারদের গ্রহণযোগ্যতা বেড়েছে। ওরা যদি আরও একটু ভালো বল করত প্রথম ইনিংসে, হয়তো আরও ভালো হতো।’

দারুণ ব্যাটিংয়ের পর গতকাল জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ড্রয়ের ব্যাখ্যায় মুমিনুল বলেছেন, ‘শ্রীলঙ্কার ৬ উইকেট ফেলে দেওয়ার পর (দ্বিতীয় সেশনে) মাঝে একটা উইকেট ফেলতে পারলে খেলার ফল অন্য রকম হতো।’ বাংলাদেশ অধিনায়কের কথায় পঞ্চম দিনে ম্যাচের ফল বদলে দিতে না পারার আফসোস থাকলেও বাংলাদেশ ভুল করেছে আসলে গত পরশু চতুর্থ দিনেই। সকালের দুই সেশনে মন্থর ব্যাটিং পরে প্রভাব ফেলেছে ম্যাচের ফলেও।

চতুর্থ দিনের প্রথম সেশনে ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যায় মুমিনুল জানালেন, পরশু প্রথম সেশনে টিকে থাকার চিন্তা ছিল তাঁদের। পরের সেশনে দ্রুত রান তোলার ভাবনা থাকলেও লিটন দাসের আউট হওয়ার পর সে পরিকল্পনা ভেস্তে যায়। লিটনের পরের বলে ফেরেন তামিম ইকবালও। বাংলাদেশ আর ঝুঁকি নিতে চায়নি। মুমিনুল বলছেন, ‘লিটন যদি আউট না হতো, তাহলে সেই সুযোগটা (দ্রুত রান তোলার) আমরা নিতে পারতাম। লিটন আরও এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সঙ্গে খেলতে পারলে হয়তো অন্য রকম হতো।’

প্রাপ্তি-অপ্রাপ্তির চট্টগ্রাম টেস্ট শেষে আজ সকাল সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকায় ফিরবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত