নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ভারত। ক্যারিবীয় দীপপুঞ্জে দুই টেস্টের বাস্তবতা কঠিন মুমিনুল হকের দলের। আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই নিজেদের পক্ষে রাখার সেরা সুযোগ মুমিনুল হকদের। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্ট সিরিজ জেতার শেষ সুযোগ।
টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুলও এমনটাই মনে করার কথা জানালেন। যেখানেই খেলেন জেতার চেষ্টা থাকে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘আপনি মিরপুরে খেলেন বা দেশের বাইরে, সুযোগ সব সময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে, এটা (ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়) ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে সুযোগ। সুযোগ সব সময় থাকে, এটাও আমাদের জন্য সিরিজ জেতার আরেকটা সুযোগ।’
চট্টগ্রামে ফল না এলেও মিরপুরে অবশ্য সে চিন্তা খুব একটা থাকে না। বেশির ভাগ ক্ষেত্রেই একটা না একটা ফল আসেই। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটা বৃষ্টি বাধার মুখেও আড়াই দিনে হেরেছিল বাংলাদেশ। মুমিনুল বলছেন, ‘মিরপুরে ফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। কোনো জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে, অবশ্যই আমরা পরিকল্পনা করি।’
পেসারদের নিয়ে ভালোই ঝামেলায় বাংলাদেশ। তাসকিন আহমেদের পর ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে এই প্রসঙ্গের সামনেই পড়তে হলো মুমিনুলকে। তবে এতে অন্যদের সুযোগ দেখছেন তিনি, ‘মাঝে মাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যত দিন খেলেছে খুব ভালো বোলিং করেছে। শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ। সেই সঙ্গে আমার জন্যও একটা সুযোগ, ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক।’
মুমিনুল হক সম্পর্কিত পড়ুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ভারত। ক্যারিবীয় দীপপুঞ্জে দুই টেস্টের বাস্তবতা কঠিন মুমিনুল হকের দলের। আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই নিজেদের পক্ষে রাখার সেরা সুযোগ মুমিনুল হকদের। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্ট সিরিজ জেতার শেষ সুযোগ।
টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুলও এমনটাই মনে করার কথা জানালেন। যেখানেই খেলেন জেতার চেষ্টা থাকে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘আপনি মিরপুরে খেলেন বা দেশের বাইরে, সুযোগ সব সময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে, এটা (ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়) ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে সুযোগ। সুযোগ সব সময় থাকে, এটাও আমাদের জন্য সিরিজ জেতার আরেকটা সুযোগ।’
চট্টগ্রামে ফল না এলেও মিরপুরে অবশ্য সে চিন্তা খুব একটা থাকে না। বেশির ভাগ ক্ষেত্রেই একটা না একটা ফল আসেই। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটা বৃষ্টি বাধার মুখেও আড়াই দিনে হেরেছিল বাংলাদেশ। মুমিনুল বলছেন, ‘মিরপুরে ফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। কোনো জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে, অবশ্যই আমরা পরিকল্পনা করি।’
পেসারদের নিয়ে ভালোই ঝামেলায় বাংলাদেশ। তাসকিন আহমেদের পর ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে এই প্রসঙ্গের সামনেই পড়তে হলো মুমিনুলকে। তবে এতে অন্যদের সুযোগ দেখছেন তিনি, ‘মাঝে মাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যত দিন খেলেছে খুব ভালো বোলিং করেছে। শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ। সেই সঙ্গে আমার জন্যও একটা সুযোগ, ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক।’
মুমিনুল হক সম্পর্কিত পড়ুন:
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে