‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।
ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।
ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’
টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!
‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।
ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।
ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’
টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৪ ঘণ্টা আগে