নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে ব্যাটিংয়ে স্বপ্নের একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশা বলতে রান পাননি অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তবে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্সে দারুণ খুশি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই টেস্টে দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার পর ব্যাটারদের কাছে লম্বা সময় উইকেটে থাকার বার্তা ছিল সিডন্সের।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সিডন্সের চাওয়াটা পূরণ করতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল ২১৭ বল খেলেছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ৫৮ রানের ইনিংসে ১৪২ বল খেলেছেন। শান্ত-মুমিনুল রান করতে না পারলেও ২২ আর ১৯ বল খেলেন। দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস ফিফটি পূর্ণ করা ইনিংসে বল খেলেছেন যথাক্রমে ১৩৪ আর ১১৩ টি।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সিডন্স বলছেন, ‘তামিম-জয় গতকাল যে শুরুটা করেছিল, সেটা আজ পূর্ণতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল, টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে দারুণ শৃঙ্খলা দেখাচ্ছে।’
ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং করা সিডন্স আরও বলেন, ‘আমরা আগে ভুল করেছি কারণ আমরা সময় নিয়ে ব্যাটিং করিনি। এই টেস্টে একই ভুল যেন না হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। তামিম তা শুরু করেছে আর শেষদিকে মুশফিক ধারাবাহিকতাটা ধরে রেখেছে। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করতে হয়। এখানে চাইলেই স্কোর করা যায় না। আমরা চেয়েছিলাম যে ব্যাটারই ব্যাটিংয়ে যাবে যেন ৬ ঘণ্টা ব্যাটিং করে। তামিম সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল। মুশফিক ও লিটন একই পথে আছে। কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ব্যাটাররা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’
তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে ব্যাটিংয়ে স্বপ্নের একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশা বলতে রান পাননি অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তবে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্সে দারুণ খুশি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই টেস্টে দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার পর ব্যাটারদের কাছে লম্বা সময় উইকেটে থাকার বার্তা ছিল সিডন্সের।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সিডন্সের চাওয়াটা পূরণ করতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল ২১৭ বল খেলেছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ৫৮ রানের ইনিংসে ১৪২ বল খেলেছেন। শান্ত-মুমিনুল রান করতে না পারলেও ২২ আর ১৯ বল খেলেন। দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস ফিফটি পূর্ণ করা ইনিংসে বল খেলেছেন যথাক্রমে ১৩৪ আর ১১৩ টি।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সিডন্স বলছেন, ‘তামিম-জয় গতকাল যে শুরুটা করেছিল, সেটা আজ পূর্ণতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল, টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে দারুণ শৃঙ্খলা দেখাচ্ছে।’
ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং করা সিডন্স আরও বলেন, ‘আমরা আগে ভুল করেছি কারণ আমরা সময় নিয়ে ব্যাটিং করিনি। এই টেস্টে একই ভুল যেন না হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। তামিম তা শুরু করেছে আর শেষদিকে মুশফিক ধারাবাহিকতাটা ধরে রেখেছে। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করতে হয়। এখানে চাইলেই স্কোর করা যায় না। আমরা চেয়েছিলাম যে ব্যাটারই ব্যাটিংয়ে যাবে যেন ৬ ঘণ্টা ব্যাটিং করে। তামিম সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল। মুশফিক ও লিটন একই পথে আছে। কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ব্যাটাররা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’
বয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২৭ মিনিট আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১২ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে