মিরপুরে সেঞ্চুরিতেই গিলক্রিস্ট-ম্যাককালামদের পাশে ভেরেইনে
মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন—দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকদের মধ্যে দলে সাফল্য এনে দেওয়ার পরম্পরা বহু পুরোনো। সেই ধারাবাহিতায় যেন যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—কাইল ভেরেইনা। প্রথমবার বাংলাদেশ সফরে এসেই পেলেন সেঞ্চুরি।