Ajker Patrika

‘সাকিব ভাই খেললেই উইকেট পাই, না খেললেও উইকেট পাই’

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২০: ২১
‘সাকিব ভাই খেললেই উইকেট পাই, না খেললেও উইকেট পাই’

দেশে ফিরতে না পারায় বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে মিরপুর টেস্টে না থেকেও আছেন তিনি। আজ প্রথম দিন শেষেও আলোচনায় সাকিব। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের কথা ঘুরেফিরে এল তাইজুল ইসলামের সংবাদ সম্মেলনেও। 

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। সকালটা দক্ষিণ আফ্রিকার হলেও দিনটাকে একটুর জন্য হলেও বাংলাদেশের করেছেন তাইজুল। ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিবের (২৪৬) পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। 

সেই কীর্তির আনন্দ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই। সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। মানে বিষয়টা এই রকম আর কি। আসলে খেলি তো আমি। সত্যি কথা বলতে কী, কোনো সময় আমার আক্ষেপের কিছুই নাই। আমার ভালো লাগছে আসলে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে। এটা আনন্দের বিষয়, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা, সেটা যে–ই হোক। যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই বলেন, সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই ছিল—যাঁরাই ছিল আসলে...আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। কিন্তু একটা অভিজ্ঞ খেলোয়াড় থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, যদি তার সঙ্গে আলোচনা করা যায়। আমি চেষ্টা করি ওই জিনিসগুলো করার। যতটুকু নেওয়া যায়। হয়তো বা আমি নিতে পারলেও আমি একটা জুনিয়রকে হয়তো বা শেখাতে পারব। এ জন্য শিখে রাখা।’ 

ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কিছু না থাকলেও আজ বাংলাদেশের স্কোর নিয়ে কিঞ্চিৎ আক্ষেপ থেকে গেল তাইজুলের। দলের রান কম হয়েছে বলেই মনে করেন তিনি, ‘সত্যি কথা বলতে, রানটা আমাদের একটু কমই হয়েছে। আমরা ২০০/২২০ বা ২৫০ করতাম, তবে আমাদের হাতে ম্যাচটা থাকত। বা এখনো আছে। এখন কী...আমাদের আরও ভালো করতে হবে। ইনশা আল্লাহ, ব্যাটসম্যানরা পরের ইনিংসে ভালো করবে। আমরা কামব্যাক করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত