দেশে ফিরতে না পারায় বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে মিরপুর টেস্টে না থেকেও আছেন তিনি। আজ প্রথম দিন শেষেও আলোচনায় সাকিব। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের কথা ঘুরেফিরে এল তাইজুল ইসলামের সংবাদ সম্মেলনেও।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। সকালটা দক্ষিণ আফ্রিকার হলেও দিনটাকে একটুর জন্য হলেও বাংলাদেশের করেছেন তাইজুল। ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিবের (২৪৬) পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি।
সেই কীর্তির আনন্দ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই। সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। মানে বিষয়টা এই রকম আর কি। আসলে খেলি তো আমি। সত্যি কথা বলতে কী, কোনো সময় আমার আক্ষেপের কিছুই নাই। আমার ভালো লাগছে আসলে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে। এটা আনন্দের বিষয়, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা, সেটা যে–ই হোক। যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই বলেন, সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই ছিল—যাঁরাই ছিল আসলে...আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। কিন্তু একটা অভিজ্ঞ খেলোয়াড় থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, যদি তার সঙ্গে আলোচনা করা যায়। আমি চেষ্টা করি ওই জিনিসগুলো করার। যতটুকু নেওয়া যায়। হয়তো বা আমি নিতে পারলেও আমি একটা জুনিয়রকে হয়তো বা শেখাতে পারব। এ জন্য শিখে রাখা।’
ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কিছু না থাকলেও আজ বাংলাদেশের স্কোর নিয়ে কিঞ্চিৎ আক্ষেপ থেকে গেল তাইজুলের। দলের রান কম হয়েছে বলেই মনে করেন তিনি, ‘সত্যি কথা বলতে, রানটা আমাদের একটু কমই হয়েছে। আমরা ২০০/২২০ বা ২৫০ করতাম, তবে আমাদের হাতে ম্যাচটা থাকত। বা এখনো আছে। এখন কী...আমাদের আরও ভালো করতে হবে। ইনশা আল্লাহ, ব্যাটসম্যানরা পরের ইনিংসে ভালো করবে। আমরা কামব্যাক করব।’
দেশে ফিরতে না পারায় বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে মিরপুর টেস্টে না থেকেও আছেন তিনি। আজ প্রথম দিন শেষেও আলোচনায় সাকিব। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের কথা ঘুরেফিরে এল তাইজুল ইসলামের সংবাদ সম্মেলনেও।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। সকালটা দক্ষিণ আফ্রিকার হলেও দিনটাকে একটুর জন্য হলেও বাংলাদেশের করেছেন তাইজুল। ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিবের (২৪৬) পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি।
সেই কীর্তির আনন্দ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই। সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। মানে বিষয়টা এই রকম আর কি। আসলে খেলি তো আমি। সত্যি কথা বলতে কী, কোনো সময় আমার আক্ষেপের কিছুই নাই। আমার ভালো লাগছে আসলে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে। এটা আনন্দের বিষয়, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা, সেটা যে–ই হোক। যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই বলেন, সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই ছিল—যাঁরাই ছিল আসলে...আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। কিন্তু একটা অভিজ্ঞ খেলোয়াড় থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, যদি তার সঙ্গে আলোচনা করা যায়। আমি চেষ্টা করি ওই জিনিসগুলো করার। যতটুকু নেওয়া যায়। হয়তো বা আমি নিতে পারলেও আমি একটা জুনিয়রকে হয়তো বা শেখাতে পারব। এ জন্য শিখে রাখা।’
ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কিছু না থাকলেও আজ বাংলাদেশের স্কোর নিয়ে কিঞ্চিৎ আক্ষেপ থেকে গেল তাইজুলের। দলের রান কম হয়েছে বলেই মনে করেন তিনি, ‘সত্যি কথা বলতে, রানটা আমাদের একটু কমই হয়েছে। আমরা ২০০/২২০ বা ২৫০ করতাম, তবে আমাদের হাতে ম্যাচটা থাকত। বা এখনো আছে। এখন কী...আমাদের আরও ভালো করতে হবে। ইনশা আল্লাহ, ব্যাটসম্যানরা পরের ইনিংসে ভালো করবে। আমরা কামব্যাক করব।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে