Ajker Patrika

আউট হওয়া আমাদের কন্ট্রোলে নেই, বলছেন হাসান

আউট হওয়া আমাদের কন্ট্রোলে নেই, বলছেন হাসান

কাইল ভেরেইনের সেঞ্চুরির সৌজন্যে মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার পেল ২০২ রানের লিড। দিন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ দল। সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে ১০১ রানে। নিজেদের মাঠে আরেকটি হারই যেন চোখ রাঙানি দিচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

বাংলাদেশ দলের তরুণ পেসার হাসান মাহমুদ অবশ্য জানিয়েছেন, এখনই হাল ছাড়ছেন না তাঁরা। তৃতীয় দিন দারুণ কিছু করার লক্ষ্য তাঁদের। এ ক্ষেত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে জয়ের আশা করাও কঠিন। দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান তুলল, সেঞ্চুরি ও ফিফটি পেল তাদের ব্যাটাররা। বাংলাদেশের তাহলে কী হলো?

হাসানের মতে, আউট হওয়া তাঁদের নিয়ন্ত্রণ নেই। লম্বা সময় ব্যাটিং করাই লক্ষ্য। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বললেন, ‘আউট হওয়া তো আমাদের কন্ট্রোলে নেই। আমি বলব থিতু হয়ে লম্বা সময় ব্যাট করা। যতটুকু সম্ভব থিতু হয়ে ব্যাটিং করাটা।’

গতকাল প্রথম দিন প্রোটিয়াদের ১০৮ রানে ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশ। আজ সেই ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। সপ্তম উইকেটে ভেরেইনে ও উইয়ান মুল্ডার ১১৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। মুল্ডারকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক-থ্রু এনে দেন হাসান।

ইনিংসে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশ এক পেসার নিয়ে খেললেও দক্ষিণ আফ্রিকা খেলছে কাগিসো রাবাদা ও মুল্ডার দুই পেসার নিয়ে। স্পিনারদের পাশাপাশি সমানতালে পেসাররাও তোপ দাগছেন। বাংলাদেশ দলেও আরও এক পেসার থাকলে ভালো হতো কি না?

হাসান অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের দিকেই ঠেলে দিলেন, ‘আমার কাছে মনে হয় সব বোলারের দায়িত্ব একই থাকে, উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে একটা পেসার হোক, দুটা পেসার হোক—আমার কাজ হচ্ছে কীভাবে উইকেট টেকিং ডেলিভারি বল করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না, এক পেসার খেলালে ভালো হতো, দুই পেসার খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত