কাইল ভেরেইনের সেঞ্চুরির সৌজন্যে মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার পেল ২০২ রানের লিড। দিন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ দল। সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে ১০১ রানে। নিজেদের মাঠে আরেকটি হারই যেন চোখ রাঙানি দিচ্ছে নাজমুল হোসেন শান্তদের।
বাংলাদেশ দলের তরুণ পেসার হাসান মাহমুদ অবশ্য জানিয়েছেন, এখনই হাল ছাড়ছেন না তাঁরা। তৃতীয় দিন দারুণ কিছু করার লক্ষ্য তাঁদের। এ ক্ষেত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে জয়ের আশা করাও কঠিন। দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান তুলল, সেঞ্চুরি ও ফিফটি পেল তাদের ব্যাটাররা। বাংলাদেশের তাহলে কী হলো?
হাসানের মতে, আউট হওয়া তাঁদের নিয়ন্ত্রণ নেই। লম্বা সময় ব্যাটিং করাই লক্ষ্য। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বললেন, ‘আউট হওয়া তো আমাদের কন্ট্রোলে নেই। আমি বলব থিতু হয়ে লম্বা সময় ব্যাট করা। যতটুকু সম্ভব থিতু হয়ে ব্যাটিং করাটা।’
গতকাল প্রথম দিন প্রোটিয়াদের ১০৮ রানে ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশ। আজ সেই ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। সপ্তম উইকেটে ভেরেইনে ও উইয়ান মুল্ডার ১১৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। মুল্ডারকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক-থ্রু এনে দেন হাসান।
ইনিংসে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশ এক পেসার নিয়ে খেললেও দক্ষিণ আফ্রিকা খেলছে কাগিসো রাবাদা ও মুল্ডার দুই পেসার নিয়ে। স্পিনারদের পাশাপাশি সমানতালে পেসাররাও তোপ দাগছেন। বাংলাদেশ দলেও আরও এক পেসার থাকলে ভালো হতো কি না?
হাসান অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের দিকেই ঠেলে দিলেন, ‘আমার কাছে মনে হয় সব বোলারের দায়িত্ব একই থাকে, উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে একটা পেসার হোক, দুটা পেসার হোক—আমার কাজ হচ্ছে কীভাবে উইকেট টেকিং ডেলিভারি বল করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না, এক পেসার খেলালে ভালো হতো, দুই পেসার খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
কাইল ভেরেইনের সেঞ্চুরির সৌজন্যে মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার পেল ২০২ রানের লিড। দিন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ দল। সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে ১০১ রানে। নিজেদের মাঠে আরেকটি হারই যেন চোখ রাঙানি দিচ্ছে নাজমুল হোসেন শান্তদের।
বাংলাদেশ দলের তরুণ পেসার হাসান মাহমুদ অবশ্য জানিয়েছেন, এখনই হাল ছাড়ছেন না তাঁরা। তৃতীয় দিন দারুণ কিছু করার লক্ষ্য তাঁদের। এ ক্ষেত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে জয়ের আশা করাও কঠিন। দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান তুলল, সেঞ্চুরি ও ফিফটি পেল তাদের ব্যাটাররা। বাংলাদেশের তাহলে কী হলো?
হাসানের মতে, আউট হওয়া তাঁদের নিয়ন্ত্রণ নেই। লম্বা সময় ব্যাটিং করাই লক্ষ্য। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বললেন, ‘আউট হওয়া তো আমাদের কন্ট্রোলে নেই। আমি বলব থিতু হয়ে লম্বা সময় ব্যাট করা। যতটুকু সম্ভব থিতু হয়ে ব্যাটিং করাটা।’
গতকাল প্রথম দিন প্রোটিয়াদের ১০৮ রানে ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশ। আজ সেই ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। সপ্তম উইকেটে ভেরেইনে ও উইয়ান মুল্ডার ১১৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। মুল্ডারকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক-থ্রু এনে দেন হাসান।
ইনিংসে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশ এক পেসার নিয়ে খেললেও দক্ষিণ আফ্রিকা খেলছে কাগিসো রাবাদা ও মুল্ডার দুই পেসার নিয়ে। স্পিনারদের পাশাপাশি সমানতালে পেসাররাও তোপ দাগছেন। বাংলাদেশ দলেও আরও এক পেসার থাকলে ভালো হতো কি না?
হাসান অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের দিকেই ঠেলে দিলেন, ‘আমার কাছে মনে হয় সব বোলারের দায়িত্ব একই থাকে, উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে একটা পেসার হোক, দুটা পেসার হোক—আমার কাজ হচ্ছে কীভাবে উইকেট টেকিং ডেলিভারি বল করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না, এক পেসার খেলালে ভালো হতো, দুই পেসার খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। সামাজিক মাধ্যমে সবাই জানাচ্ছেন শোকবার্তা। শিক্ষার্থীদের কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।
১৭ মিনিট আগেশিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি
১ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুতি এগিয়ে চলছে । ভারত, আফগানিস্তান, নেপাল ও ওমানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও ইতিমধ্যে পাকিস্তান, ইরান , তাজিকিস্তান , মিয়ানমার ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায়
১ ঘণ্টা আগেমাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে।
১ ঘণ্টা আগে