Ajker Patrika

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৯: ০৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা।

আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদিল হোসেন।

তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আবদুল মতিনের স্ত্রী ফারাহ দীবার লাশ উদ্ধার করা হয়। ওই বাসায় নিহত দীবার স্বামী এক ছেলে ও এক মেয়ে থাকতেন। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। ঘটনার সময় দীবা ছাড়া ওই বাসায় আর কেউ ছিলেন না।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক আব্দুল বারি বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রোববার সকালে তাদের গাড়িচালক সবুজ ও বাসার তত্ত্বাবধায়ক মিলন ওই নারীকে হত্যার পর পালিয়ে যান। এ সময় তাঁরা নগদ ১৫ থেকে ১৬ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা হাত-মুখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, নিহত দীবার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দস্যুতাসহ হত্যা মামলা করা হয়েছে। বাসার তত্ত্বাবধায়ক ও গাড়ি চালক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

৫ বছরের জন্য কারাগারে গেলেন সারকোজি, হাত ধরে এগিয়ে দিলেন স্ত্রী

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

‘কল রেকর্ড ক্রস চেক করালে ভালো হতো’

এলাকার খবর
Loading...