Ajker Patrika

শান্তরা এবার কী শিখলেন

শান্তরা এবার কী শিখলেন

একেকটি সিরিজ মানেই যেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একেকটি ক্লাস। সফরে গেলে শিখে আসেন অনেক কিছু। গত ভারত সফরে নাজমুল হোসেন শান্তরা অনেক কিছু শিখেছিলেন। কিন্তু সেই শিক্ষা মাস না যেতেই ভুলে গেলেন!

পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে ‘ধূলিসাৎ’ করার আনন্দ নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। তারপর সেখানে নিজেরাই ‘চিৎপটাং’! এই সিরিজ নিয়ে দুই দেশের সাম্প্রতিক রাজনীতি ও ক্রিকেটীয় দ্বৈরথ মিলিয়ে যে ‘রণ ঢঙ্কা’ বেজেছিল—সেটি ফুটো হয়ে যেতে বেশি দিন লাগেনি।

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারলেও অবশ্য ‘ইতিবাচক’ ছিলেন শান্ত। প্রত্যয় ব্যক্ত করেছিলেন কানপুরে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশ অধিনায়কও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। কিন্তু আশার বেলুন ফুটো হতে সময় লাগেনি।

হোয়াইটওয়াশের পর শান্ত দায় চাপিয়েছিলেন ব্যাটারদের ওপর। সেই ব্যর্থদের তালিকায় তিনিও কি ছিলেন না! দায় যদি একটু নিজের কাঁধেও নিতেন তবে ভারতের তারুণ্যনির্ভর দলের কাছে টি-টোয়েন্টি সিরিজেও ওভাবে নাস্তানাবুদ হতে হতো না! কিন্তু ভারত থেকে শান্তরা শিখলেন কী! শিখলে কী নিজের পাড়ার মাঠেই আরেকবার মুখ থুবড়ে পড়তে হয়!

মিরপুর টেস্ট চার দিনে গেছে শুধু মেহেদী হাসান মিরাজ ও বৃষ্টির কারণে। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দুই দিনেই হারতে বসেছিল বাংলাদেশ। ভাগ্যিস, তাইজুল ইসলামের ঘূর্ণির পর দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের ইনিংস আর তৃতীয় দিনে বৃষ্টি নেমেছিল। তারপরও ৯ বছর পর অনভিজ্ঞ দল নিয়ে সফরে আসা দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটের জয় বলে দেয়, ২৪ বছরেও টেস্ট মেজাজ পোক্ত হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

এমন হারের পর শান্তর আবারও সেই দায় চাপানো কথা, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’ এ-ও বললেন, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’ শান্ত-লিটনরা ভালো ব্যাটিং করেন, সেটি সবাই জানেন। কিন্তু নিজেরা জানেন কী! জানলে অমন হতচ্ছাড়া ব্যাটিং কেন!

এক ম্যাচে ভালো করে ১০ ম্যাচে খারাপ করলেও যখন বাদ পড়তে হয় না, তখন ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতেই বা হবে কেন শান্তদের। বরং একটু তাড়াতাড়ি মাঠ ছাড়তে পারলে বিশ্রামটাও বেশি পাওয়া যায়। এই ধরুন, মিরপুরে চতুর্থ দিনের প্রথম সেশনেই হেরে যাওয়ায় চট্টগ্রাম টেস্টের আগে চার দিন বিশ্রাম পাচ্ছেন শান্তরা। সেই বিশ্রাম থেকে ফিরে আড়মোড়া ভেঙে যদি এবার একটু জ্বলে উঠতে পারেন আর কী!

মিরপুর থেকে শান্তরা এবারও হয়তো অনেক কিছু শিখেছেন। সেই শেখা থেকে আজ ৮৮ মিনিটে হার নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ অধিনায়কের কথা, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে নতুন বলে আমাদের দায়িত্ব নিতে হবে। পরের টেস্ট ম্যাচের জন্য প্রয়োজন দলগত সামষ্টিক পারফরম্যান্স দেখানোর।’ এই দায়িত্ব যে তাঁরা কবে নিতে পারবেন!

না—এবার আর হারের পর মুখস্থ কথা ‘শেখার’ কথা সরাসরি বলেননি শান্ত। হারের পর সেখান থেকে শেখা ও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা অবশ্য প্রায় দলের অধিনায়কেরা বলে থাকেন। অনেকে সত্যিই শেখে ঘুরে দাঁড়ালেও কেন যেন বাংলাদেশিদের শেখাও হয় না, ঘুরে দাঁড়ালেও দুই দিন পর পুরোনো অভ্যাসে ফিরে যায়। তবে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার যে তাগিদ তাঁদের সেটি ইতিবাচক চোখেই দেখতে হবে আমাদের। শত ব্যর্থতার মাঝেও বাংলাদেশ দলের ইতিবাচক মানসিকতাও প্রশংসার দাবিদার বটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শান মাসুদ এখন পাকিস্তানের ‘একের ভেতর দুই’

ক্রীড়া ডেস্ক    
নতুন দায়িত্ব পেলেন শান মাসুদ। ছবি: পিসিবি
নতুন দায়িত্ব পেলেন শান মাসুদ। ছবি: পিসিবি

শান মাসুদের আসল কাজটা ছিল বাইশ গজেই। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। এবার তাঁকে দিয়ে ‘একের ভেতর দুই’ নীতিতে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাটারকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্সের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই মাসুদকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান পিসিবি প্রধান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জিও সুপার।

পরামর্শক হিসেবে মাসুদ কোন ধরনের দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এর আগে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের দায়িত্বে ছিলেন উসমান ওয়াহলা। সবশেষ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে চাকরি হারান তিনি। পিসিবির দাবি, ‘নো হ্যান্ডশেক’ ইস্যুতে আইসিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেননি ওয়াহলা। ব্যর্থতার দায়ে গত মাসে তাঁকে বরখাস্ত করেছে পিসিবি। এক মাসের ব্যবধানে এই পদে মাসুদকে বসাল সংস্থাটি।

নতুন দায়িত্বে কতদিন থাকবেন মাসুদ, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি পিসিবি। ভারতের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাময়িকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্সের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডানহাতি ব্যাটারকে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলে মাসুদকে নিয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করতে পারে পিসিবি।

মাসুদের অধীনে টেস্টে পাকিস্তানের পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ১৫ টেস্টের মধ্যে ১০ টিতেই হেরেছে দলটি। জয় মাত্র চার ম্যাচে। প্রশাসক হিসেবে মাসুদ কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অস্ট্র্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার সেরা হওয়ার লড়াই

ক্রীড়া ডেস্ক    
দুপুরে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
দুপুরে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ছয় ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দুই দল একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যারা জিতবে তারা টেবিলের শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নেবে। নারী ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে

অস্ট্রেলিয়া-ভারত

সকাল ৯টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-সান্ডারল্যান্ড

রাত ৮টা, সরাসরি

ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রাইটন

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

ব্রেন্টফোর্ড-লিভারপুল

রাত ১টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

মনশেনগ্ল্যাডবাখ-বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি

ডর্টমুন্ড-কোলন

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের সামনে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১: ৩৫
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে তাকিয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে তাকিয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি

নতুন একটা সিরিজ শুরুর আগে যে আত্মবিশ্বাস লাগে, ওয়ানডে সিরিজ থেকে তা পেয়েছে কি বাংলাদেশ? এমন প্রশ্নে উত্তর ‘হ্যাঁ’ হওয়ার কথা। বিশেষ করে শেষ ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ-সৌম্যের ব্যাটিং দৃঢ়তায় স্পিন সহায়ক কালো উইকেটেও তিন শ ছুঁই ছুঁই রান, অতঃপর স্পিন দংশনে ১১৭ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড ১৭৯ রানে হারের পর বাংলাদেশ দল নিয়ে ক্যারিবীয় দলের কোচ ড্যারেন স্যামির অকপট স্বীকারোক্তি, ‘মানসিকতা ও স্কিলে বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ছিল।’

স্যামির এই ‘ভালো’র সনদ ওয়ানডে সিরিজে। সেটা এবার টি-টোয়েন্টি সিরিজে ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। আগামী পরশু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজ খেলতে গতকাল ঢাকা থেকে উড়াল দিয়ে বন্দরনগরীতে গিয়ে পৌঁছেছে দুই দলই। সকালে ওয়েস্ট ইন্ডিজ আর বিকেলে বাংলাদেশ দল পৌঁছল চট্টগ্রামে।

ব্যাটিংয়ে-বোলিংয়ে শেষ ওয়ানডেতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে সিরিজ জয়ের তৃপ্তি এখনই দলের মন থেকে মুছে যাওয়ার নয়। একপেশে ম্যাচে বড় জয় ‘আমরা পারি’র আত্মবিশ্বাসও দিয়েছে স্বাগতিকদের। কিন্তু চট্টগ্রামে আসন্ন সিরিজটি ভিন্ন সংস্করণের। আর এই সংস্করণে বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। আইসিসির টি-টোয়েন্টির দলগত র‍্যাঙ্কিং তা-ই বলে। ওয়ানডেতে বাংলাদেশের একধাপ ওপরে ওয়েস্ট ইন্ডিজ থাকলেও টি-টোয়েন্টিতে ৯ নম্বরে থাকা বাংলাদেশের তিন ধাপ ওপরে, ৬ নম্বর অবস্থানে ক্যারিবিয়ানরা।

শাই হোপ কী করতে পারেন, তিনি দ্বিতীয় ওয়ানডেতে দেখিয়েছেন। বিরুদ্ধস্রোতে লড়াই করে জিতিয়েছেন দলকে। টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে নিয়ে আশায় স্যামি। মাত্রই শেষ হওয়া সিরিজে সফরকারী দলের ইতিবাচক দিক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্যামির উত্তর ছিল, ‘শাই হোপের ব্যাটিং। প্রতিবারই সে দলের

হাল ধরে রাখে, নেতৃত্ব দেয়।’ শাই হোপের সঙ্গে টি-টোয়েন্টি উপযোগী রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি কিংবা রভম্যান পাওয়েলরা নিজেদের খেলাটা খেলতে পারলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেতে পারে সিরিজ।

তবে নতুন সিরিজেও চেনা মাঠ, চেনা কন্ডিশনের সুবিধা পাবে বাংলাদেশ। ঢাকার মতো কালো উইকেট চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে থাকবে না, কিন্তু সেখানেও স্পিন বড় ভূমিকা রাখবে, তা আশা করা যায়। আর সেটা ধরে নিয়েই চোটের কারণে বাদ পড়া পেসার শামার জোসেফের বদলি হিসেবে কোনো পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরকে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর মিরপুরে যাঁদের স্পিনে বেশি ভুগতে হয়েছে সফরকারী দলকে, তাঁদের নিয়েই তো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

চেনা কন্ডিশনের সঙ্গে ছন্দে থাকাটাই এই মুহূর্তে বড় শক্তি বাংলাদেশের। দুর্দান্ত ফর্মে আছেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সিরিজ জয়ের পর রিশাদকে মেহেদী হাসান মিরাজ প্রশংসায় ভাসিয়েছেন এভাবে, ‘২-৩ বছরে সে এমন একটা জায়গায় চলে এসেছে, যা দলের জন্য একটা আশীর্বাদ। সাধারণত আমরা লেগিদের খেলাতে চাই না। বোলিংয়ে এবার তাঁর নিয়ন্ত্রণটা অনেক ভালো ছিল। বিদেশি লিগে (পিএসএল) খেলে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’

আর সাইফও ক্রমে দলের নির্ভরতা হয়ে উঠছেন বলে মনে করেন মিরাজ, ‘অনেকে মনে করেছে, সাইফ টেস্ট খেললে ওয়ানডে খেলতে পারবে না। আমার মনে হয় এটা ঠিক না। সে টি-টোয়েন্টিতে যেভাবে খেলেছে, ওয়ানডেতে যেভাবে খেলল, তাতে সে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এটা ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’

আসলে দল চূড়ান্ত করার একটা প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ। মিরাজ যেমন বললেন, ‘আমরা বিশ্বকাপের আগে এভাবে খেলাতে চাই, যেন বোঝা যায় কোন পজিশনে কে ভালো করছে। তবে দিন শেষে পারফরম্যান্স খুবই জরুরি।’ টি-টোয়েন্টি সিরিজেও রিশাদ-সাইফের কাছে ভালো পারফরম্যান্সের আশা সবার।

নতুন সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। সাইড স্ট্রেইনের চোটের কারণে এশিয়া কাপে দলের শেষ দুটি ম্যাচে না খেলা লিটন সিরিজের মধ্যেও মিরপুরে অনুশীলন করে গেছেন। শুধু নেতৃত্বে ফেরাই নয়, মাঠেও সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি; গত কিছুদিনের অনুশীলনে তাঁর নিবেদন সেটাই পরিষ্কার করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেই ন্যাশভিলের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন মেসি, গড়লেন রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ০৬
আরও একবার মায়ামির জয়ের নায়ক মেসি। আজ জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: এক্স
আরও একবার মায়ামির জয়ের নায়ক মেসি। আজ জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: এক্স

লিওনেল মেসির গোল উৎসব যেন থামছেই না। ক্যারিয়ারের শেষ দিকে এসেও প্রায় প্রতি ম্যাচেই গোল করে ব্যবধান গড়ে দিচ্ছেন আর্জেন্টাইন তারকা। এর সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে আজও জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি। তাঁর ব্যক্তিগত নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি।

এর আগে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশিভলের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করতে না পারলেও এক সপ্তাহের ব্যবধানে একই ক্লাবের বিপক্ষে দুবার জালের দেখা পেলেন। মেসির দুই গোলের মধ্যে একটি ছিল চোখে লেগে থাকার মতো। হেডে অসাধারণ এক গোল করেন তিনি। এমন দিনে একটি রেকর্ডের দেখাও পেয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

চেজে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ন্যাশভিলকে চেপে ধরে মায়ামি। গোলের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৯ মিনিটে ডি বক্সে লুইস সুয়ারেজের ক্রস পান মেসি। এরপর শরীর শূন্যে ভাসিয়ে দারুণ এক হেডে জাল কাঁপান। কিছুই করার ছিল না ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিসের। দুর্দান্ত ক্যারিয়ার হলেও বরাবরই হেডে গোল করার দিক থেকে পিছিয়ে মেসি। তবে ন্যাশভিলের বিপক্ষে এই হেডে গোলের কথা আলাদাভাবেই মনে রাখবেন মেসির ভক্তরা।

৬২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান তাদেই আলেন্দে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন মেসি। তাতেই এমএলএসের সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন এই ফরোয়ার্ড; ৩৯ গোল। আগের রেকর্ডটি যৌথভাবে কার্লোস ভেলা ও ডেনিস বোয়াঙ্গার দখলে ছিল। এক পঞ্জিকাবর্ষে সমান ৩৮ গোল করেছিলেন তাঁরা। অন্তিম মুহূর্তে সান্ত্বনা খুঁজে নেয় ন্যাশভিল। সফরকারীদের হয়ে একটি গোলের শোধ দেন হ্যানি মুখতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত