বিসিবির ওয়ানডে চুক্তিতে মাহমুদউল্লাহ, প্রণোদনা পাচ্ছেন ইবাদত
কী ছন্দেই-না ছিলেন ইবাদত হোসেন। গত বছর জুলাইয়ে আফগানিস্তান সিরিজে পাওয়া চোটটা তাঁকে এতটা ভোগাবে, কে ভেবেছিল! তাঁর এশিয়া কাপ শেষ, বিশ্বকাপ শেষ। ব্যতিক্রম কিছু না ঘটলে ইবাদতের আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ। হাঁটুর চোট থেকে সেরে ওঠার সংগ্রাম চলছে ইবাদতের।