টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেল কতটা বিধ্বংসী সেটা আর না বললেও চলছে। বিশ্বের যেকোনো প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ছক্কা মেরে বোলারদের তছনছ করতে তিনি সিদ্ধহস্ত। সদ্য সমাপ্ত ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঝড় তুলেছেন রাসেল। বিপিএল শেষেও যেন রাসেল ঝড়ের রেশ থেকে গেছে বাংলাদেশে।
বিপিএল শেষে গতকাল শুরু হলো এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানদের ছন্নছাড়া করতে থাকেন। চারের চেয়ে ছক্কা মারতেই যেন বেশি সাবলীল ছিলেন। যার মধ্যে একটি ছক্কা মেরে রীতিমতো তাক লাগিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে মাতিশা পাতিরানাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদউল্লাহ। ধারাভাষ্যকক্ষে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ছাদে গিয়ে হলো ছক্কা।’ মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং যে চোখ এড়ায়নি বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের। ম্যাচ চলার সময় ফেসবুকে এক পোস্টে চন্দ্রশেখরন বলেন, ‘সর্বশেষ আমি সিলেট স্টেডিয়াম পার করতে দেখেছি ড্রে রাসকে। রিয়াদ ভাই দারুণ।’
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিকের অভিষেক হয়েছে গত বছরের অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটে। সিলেটে গতকাল যেন নতুন করে আবার ‘অভিষেক’ হয়েছে জাকের। ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন জাকের। জাকেরের প্রশংসা করে চন্দ্রশেখরন বলেন, ‘জাকের আলী অসাধারণ খেলেছে।’
টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেল কতটা বিধ্বংসী সেটা আর না বললেও চলছে। বিশ্বের যেকোনো প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ছক্কা মেরে বোলারদের তছনছ করতে তিনি সিদ্ধহস্ত। সদ্য সমাপ্ত ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঝড় তুলেছেন রাসেল। বিপিএল শেষেও যেন রাসেল ঝড়ের রেশ থেকে গেছে বাংলাদেশে।
বিপিএল শেষে গতকাল শুরু হলো এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানদের ছন্নছাড়া করতে থাকেন। চারের চেয়ে ছক্কা মারতেই যেন বেশি সাবলীল ছিলেন। যার মধ্যে একটি ছক্কা মেরে রীতিমতো তাক লাগিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে মাতিশা পাতিরানাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদউল্লাহ। ধারাভাষ্যকক্ষে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ছাদে গিয়ে হলো ছক্কা।’ মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং যে চোখ এড়ায়নি বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের। ম্যাচ চলার সময় ফেসবুকে এক পোস্টে চন্দ্রশেখরন বলেন, ‘সর্বশেষ আমি সিলেট স্টেডিয়াম পার করতে দেখেছি ড্রে রাসকে। রিয়াদ ভাই দারুণ।’
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিকের অভিষেক হয়েছে গত বছরের অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটে। সিলেটে গতকাল যেন নতুন করে আবার ‘অভিষেক’ হয়েছে জাকের। ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন জাকের। জাকেরের প্রশংসা করে চন্দ্রশেখরন বলেন, ‘জাকের আলী অসাধারণ খেলেছে।’
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৭ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৮ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে