ক্রীড়া ডেস্ক
নতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচটা ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন, যা তিনি হয়তো নিজেও কল্পনা করেননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে অধিনায়ক দিয়ে যাত্রা শুরু করেছেন শুবমান গিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ২৬ ওভারে ১৩১ রানের লক্ষ্য তাড়া করে অজিরা ২৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। তাতে অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হারের বাজে রেকর্ডে নাম উঠে গেল গিলের। নবম ক্রিকেটার হিসেবে ভারতীয় এই ব্যাটার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন বিরাট কোহলি-মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা।
ভারতের জার্সিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ গিল খেলেছেন গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। হারারেতে ভারত সেই ম্যাচ হেরেছিল ১৩ রানে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবে যাত্রাটা তাঁর শুরু হয়েছে ২০২৫ সালে। এ বছরের জুনে হেডিংলিতে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসেই ১৪৭ রান করেছিলেন। রানবন্যার এই টেস্টে ভারত হেরেছিল ৫ উইকেটে।
অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হারের রেকর্ডে নাম আছে সর্বোচ্চ দুজন করে ক্রিকেটার আছে ভারত ও নিউজিল্যান্ডের। বিব্রতকর এই রেকর্ডের তালিকায় থাকা দুই কিউই ক্রিকেটার হলেন স্টিভেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই পাঁচ দলের আছেন একজন করে ক্রিকেটার।
পার্থে আজ ৭ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজ জিততে গিলের নেতৃত্বাধীন ভারতের এখন শেষ দুই ম্যাচ জিততে হবে। ২৩ ও ২৫ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ও সিডনি। ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হার
স্টিভেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)
শন পোলক (দক্ষিণ আফ্রিকা)
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
হ্যামিলটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)
বিরাট কোহলি (ভারত)
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
শুবমান গিল (ভারত)
নতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচটা ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন, যা তিনি হয়তো নিজেও কল্পনা করেননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে অধিনায়ক দিয়ে যাত্রা শুরু করেছেন শুবমান গিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ২৬ ওভারে ১৩১ রানের লক্ষ্য তাড়া করে অজিরা ২৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। তাতে অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হারের বাজে রেকর্ডে নাম উঠে গেল গিলের। নবম ক্রিকেটার হিসেবে ভারতীয় এই ব্যাটার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন বিরাট কোহলি-মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা।
ভারতের জার্সিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ গিল খেলেছেন গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। হারারেতে ভারত সেই ম্যাচ হেরেছিল ১৩ রানে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবে যাত্রাটা তাঁর শুরু হয়েছে ২০২৫ সালে। এ বছরের জুনে হেডিংলিতে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসেই ১৪৭ রান করেছিলেন। রানবন্যার এই টেস্টে ভারত হেরেছিল ৫ উইকেটে।
অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হারের রেকর্ডে নাম আছে সর্বোচ্চ দুজন করে ক্রিকেটার আছে ভারত ও নিউজিল্যান্ডের। বিব্রতকর এই রেকর্ডের তালিকায় থাকা দুই কিউই ক্রিকেটার হলেন স্টিভেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই পাঁচ দলের আছেন একজন করে ক্রিকেটার।
পার্থে আজ ৭ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজ জিততে গিলের নেতৃত্বাধীন ভারতের এখন শেষ দুই ম্যাচ জিততে হবে। ২৩ ও ২৫ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ও সিডনি। ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতিটি সংস্করণের প্রথম ম্যাচে হার
স্টিভেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)
শন পোলক (দক্ষিণ আফ্রিকা)
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
হ্যামিলটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)
বিরাট কোহলি (ভারত)
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
শুবমান গিল (ভারত)
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৩ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
৭ ঘণ্টা আগেভারতের বিপক্ষে আজ পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলেই ওলট-পালট করে দিয়েছেন মিচেল স্টার্ক। রোহিত শর্মাকে যে বলটা তিনি (স্টার্ক) করেছেন, সেটার গতি ছিল ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার। মাইলের হিসাবে ঘণ্টায় ১০৯.৬৭। তার মানে শোয়েব আখতারের বিশ্ব রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন স্টার্ক!
৮ ঘণ্টা আগে