Ajker Patrika

স্বরূপে ফিরলেন মাহমুদউল্লাহ, বড় স্কোর বরিশালের

স্বরূপে ফিরলেন মাহমুদউল্লাহ, বড় স্কোর বরিশালের

অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদের আসল রূপটা দেখা গেল। যার জন্য তিনি পরিচিত সেই ফিনিশিং। তাঁর দুর্দান্ত ফিফটিতে ফরচুন বরিশালও ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।

ছয়ে নেমে ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। ২১২.৫০ স্ট্রাইকরেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ২ ছক্কায়। নিজেদের ব্যাটিং ইনিংসের দুর্দান্ত ফিনিশিংটায় অবশ্য তাঁকে যোগ্য সঙ্গে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে অপরাজিত ১৫ রান করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২৫০.০০ স্ট্রাইকরেটের ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সিলেট স্ট্রাইকার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার ভিতটা অবশ্য করে দিয়েছেন মোহাম্মদ শেহজাদ। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ৬৬ রানের ইনিংস খেলে। শুরুতে আক্রমণাত্মক খেললেও নিজের ইনিংসের শেষ দিকে অবশ্য বল ডট দিয়েছেন পাকিস্তানি ব্যাটার। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।

শুরুটা অবশ্য ভালো ছিল না বরিশালের। ১৪ রানের সময় তামিম ইকবালকে হারিয়ে বসে সর্বশেষ তিন ম্যাচে হার দেখা বরিশাল। তিনে নামা প্রীতম কুমারও দ্রুতই ফিরে যান ১ রান করে। তবে মিডল অর্ডারে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ২০ এবং ২২ রানের ইনিংস খেলে দলের ১৮৬ রানে অবদান রাখেন। বরিশালের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন বেনি হাওয়েল। ২১ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলারও তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত