অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদের আসল রূপটা দেখা গেল। যার জন্য তিনি পরিচিত সেই ফিনিশিং। তাঁর দুর্দান্ত ফিফটিতে ফরচুন বরিশালও ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।
ছয়ে নেমে ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। ২১২.৫০ স্ট্রাইকরেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ২ ছক্কায়। নিজেদের ব্যাটিং ইনিংসের দুর্দান্ত ফিনিশিংটায় অবশ্য তাঁকে যোগ্য সঙ্গে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে অপরাজিত ১৫ রান করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২৫০.০০ স্ট্রাইকরেটের ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার ভিতটা অবশ্য করে দিয়েছেন মোহাম্মদ শেহজাদ। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ৬৬ রানের ইনিংস খেলে। শুরুতে আক্রমণাত্মক খেললেও নিজের ইনিংসের শেষ দিকে অবশ্য বল ডট দিয়েছেন পাকিস্তানি ব্যাটার। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।
শুরুটা অবশ্য ভালো ছিল না বরিশালের। ১৪ রানের সময় তামিম ইকবালকে হারিয়ে বসে সর্বশেষ তিন ম্যাচে হার দেখা বরিশাল। তিনে নামা প্রীতম কুমারও দ্রুতই ফিরে যান ১ রান করে। তবে মিডল অর্ডারে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ২০ এবং ২২ রানের ইনিংস খেলে দলের ১৮৬ রানে অবদান রাখেন। বরিশালের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন বেনি হাওয়েল। ২১ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলারও তিনি।
অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদের আসল রূপটা দেখা গেল। যার জন্য তিনি পরিচিত সেই ফিনিশিং। তাঁর দুর্দান্ত ফিফটিতে ফরচুন বরিশালও ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।
ছয়ে নেমে ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। ২১২.৫০ স্ট্রাইকরেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ২ ছক্কায়। নিজেদের ব্যাটিং ইনিংসের দুর্দান্ত ফিনিশিংটায় অবশ্য তাঁকে যোগ্য সঙ্গে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে অপরাজিত ১৫ রান করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২৫০.০০ স্ট্রাইকরেটের ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার ভিতটা অবশ্য করে দিয়েছেন মোহাম্মদ শেহজাদ। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ৬৬ রানের ইনিংস খেলে। শুরুতে আক্রমণাত্মক খেললেও নিজের ইনিংসের শেষ দিকে অবশ্য বল ডট দিয়েছেন পাকিস্তানি ব্যাটার। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।
শুরুটা অবশ্য ভালো ছিল না বরিশালের। ১৪ রানের সময় তামিম ইকবালকে হারিয়ে বসে সর্বশেষ তিন ম্যাচে হার দেখা বরিশাল। তিনে নামা প্রীতম কুমারও দ্রুতই ফিরে যান ১ রান করে। তবে মিডল অর্ডারে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ২০ এবং ২২ রানের ইনিংস খেলে দলের ১৮৬ রানে অবদান রাখেন। বরিশালের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন বেনি হাওয়েল। ২১ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলারও তিনি।
বয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
৩৩ মিনিট আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে